গ্রাফিক: শৌভিক দেবনাথ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১৯৭৫ জন। তাতে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এসে ঠেকেছে ২৬ হাজার ৯১৭-তে। এঁদের মধ্যে ১১ জন ভিন্ দেশের নাগরিক। নোভেল করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৮২৬ জন প্রাণ হারিয়েছেন।
আক্রান্তের নিরিখে দেশের মধ্যে মহারাষ্ট্রই সবচেয়ে এগিয়ে। সেখানে ৭ হাজার ৬২৮ জনের শরীরে এই মারণ ভাইরাস বাসা বেঁধেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৮১১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে এখনও পর্যন্ত ৩ হাজার ৭১ জন কোরনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২৫৬ জনের শরীরে।
আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত প্রথম চিকিৎসকের মৃত্যু
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার কমছে বলে শনিবারই দাবি করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দাবি করা হয়েছিল, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় বেড়েছে এবং করোনায় আক্রান্তদের সুস্থ হওয়ার হারও বেড়েছে। সব মিলিয়ে স্বস্তির হাওয়া ছিল।
কিন্তু রবিবার সকালে যে পরিসংখ্যান সামনে আসে, তাতে দেখা যায়, এক দিনে দেশে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড তৈরি হয়েছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে দেখা যায়, এ দিন সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৯৯০ জনের শরীরে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮১১ জন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আরও পড়ুন: সংক্রমণ বৃদ্ধির হার কমেছে, আশায় কেন্দ্র
পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রে নতুন আক্রান্তের এই বিপুল সংখ্যার জন্যই সারা দেশেও সেই সংখ্যা লাফিয়ে বেড়েছে। এর সঙ্গেই দেশে মোট আক্রান্তের সংখ্যাও ২৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। অন্য দিকে এখনও পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯১৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬১১ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেবে রাজ্যে ৪২৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। মৃতের সংখ্যা ১৮।