Coronavirus

৯৯ দিনে দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫০ হাজারের গণ্ডি, মৃত ১৭৮৩

দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নিশ্চিত হয়েছে ৩,৫৬১ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১১:০৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বুধবারও দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে ছিল। আর বৃহস্পতিবার ৫০ হাজারের গণ্ডি শুধু টপকানোই নয়, দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়ল অনেকটাই। দেশ জুড়ে এখন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছুঁইছুই। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ধরা পড়েছিল ৩০ জানুয়ারি। তার ৯৯ দিনের মাথায় ৫০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ধরা পড়েছে আরও ৩,৫৬১ জনের শরীরে। এই নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২,৯৫২। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ হাজার।

Advertisement

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এ দিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৭৮৩। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৫১ জনের। এর পর গুজরাতে মারা গিয়েছেন ৩৯৬ জন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৮৫।

যে সাড়ে তিন হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই মুম্বই, দিল্লি এবং আমদাবাদের। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৬,৭৫৮। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৩৩ জন। গুজরাতে আক্রান্ত ৬,৬২৫ জন। সে রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৩৮০ জন। এর পর আক্রান্তের সংখ্যার নিরিখে পর পর রয়েছে দিল্লি (৫,৫৩২), তামিলনাড়ু (৪,৮২৯), রাজস্থান (৩,৩১৭), মধ্যপ্রদেশ (৩,১৩৮), উত্তরপ্রদেশের (২,৯৯৮) মতো রাজ্য।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: রাজ্যকে বিধি ভাঙা নিয়ে কড়া চিঠি ।। যেন গোয়েন্দাগিরি করছে কেন্দ্র: পার্থ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৬। গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ১১২ জনের। রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। ২৪ ঘণ্টায় মৃত ৪।

তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যেও একটাই আশার কথা, কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সারা দেশে এই সংখ্যা এখন ১৫ হাজার ২৬৭। এ রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৪ জন।

আরও পড়ুন: হাজার ছাড়াল বঙ্গের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৭২

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement