Coronavirus in India

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দক্ষিণের ৩ রাজ্য থেকেই হচ্ছে দেশের অর্ধেক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন তা এখনও অবধি সর্বাধিক। এই আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছে ৫টি রাজ্য থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১১:১৩
Share:

রাজস্থানের একটি হাসপাতালে কোভিড রোগীরা। ছবি—পিটিআই।

গত ২৪ ঘণ্টায় দেশে যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন তা এখনও অবধি সর্বাধিক। তবে দেশের মোট আক্রান্তের প্রায় অর্ধেকই হচ্ছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু— এই পাঁচটি রাজ্য থেকে।

Advertisement

মুম্বইয়ে আক্রান্তের সংখ্যায় কিছুটা লাগাম পড়লেও সামগ্রিক ভাবে মহারাষ্ট্রে এখনও গড়ে রোজ আক্রান্ত হচ্ছেন ৬০-৬২ হাজার জন। কর্নাটকে সংখ্যাটা গত কয়েক দিনে পৌঁছে গিয়েছে ৫০ হাজারের দোরগোড়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৮ জন। এই আক্রান্তের প্রায় অর্ধেক হচ্ছে কেবলমাত্র বেঙ্গালুরুতেই। কর্নাটকের মতোই কেরলের অবস্থাও বেশ খারাপ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ হাজার ৪৬৪ জন। তামিলনাড়ুতেও গত কয়েক দিনে দৈনিক আক্রান্ত বেড়ে প্রায় ২৫ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। উত্তরপ্রদেশে এখনও রোজ আক্রান্ত হচ্ছেন ২৫-২৬ হাজারের বেশি। তবে সে রাজ্যে দৈনিক সংক্রমণ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। দিন কয়েক আগেও সে রাজ্যে রোজ আক্রান্ত হচ্ছিলেন ৩০-৩৫ হাজার জন। একই ছবি দেখা গিয়েছে দিল্লিতেও। সেখানেও দৈনিক আক্রান্তে ২০ হাজারে নীচে নেমেছে।

তবে পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্ধ্রে তা প্রায় ২২ হাজারের কাছাকাছি পৌঁছেছে। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ১৮ হাজারের ঘরে। রাজস্থানে গত সপ্তাহ থেকেই ১৭ হাজারের আশপাশে রয়েছে দৈনিক সংক্রমণ। গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানাতে অবশ্য দৈনিক আক্রান্ত বাড়েনি। ছত্তীসগড়েও অবস্থা একই রকম। তবে বিহারে দৈনিক আক্রান্ত এ সপ্তাহে বেড়ে ১৫ হাজারে পৌঁছে গিয়েছে। ওড়িশাতেও ১০ হাজার পার করেছে। উত্তরাখণ্ড, পঞ্জাব, অসম তেলঙ্গানাতেও পরিস্থিতির অবনতি হয়েছে। তবে এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement