ছবি: পিটিআই।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ গত কাল বলেছিলেন, নরেন্দ্র মোদী সরকারের সামনে এখন তিনটি চ্যালেঞ্জ। অর্থনীতির ঝিমুনি কাটানো, গোষ্ঠী-সংঘর্ষ বন্ধ করা এবং নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা। আজ জনৌষধি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নিজেই করোনাভাইরাস রোখার পথ বাতলে দিলেন। দেশবাসীকে দেখিয়ে দিলেন, কী ভাবে হাঁচা উচিত, কখন চিকিৎসক দেখাবেন, কী ভাবে হাত ধোবেন।
আজ মোদী বলেছেন, ‘‘করোনা নিয়ে ভয় পাবেন না। গুজবে কান দেবেন না। সচেতনতা গড়ে তুলুন।’’ সংক্রমণ এড়াতে করমর্দনের বদলে নমস্কার করার পরামর্শ দিয়েছেন মোদী (যে পরামর্শ আগেই ইজ়রায়েলবাসীকে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু)। মোদী অবশ্য সঙ্গে সরস মন্তব্য করেছেন, ‘‘নমস্তের অভ্যাস চলে গিয়ে থাকলে এই সুযোগে ঝালিয়ে নিন।’’ এ দিকে করোনা-উদ্বেগের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে কিছু ওষুধ, স্যানিটাইজ়ারের জোগানে টান পড়েছে।
চড়া দামে ‘মাস্ক’ বিক্রির অভিযোগ উঠছে। সে সবের জবাব না-দিয়ে মোদীর এই হাঁচি-কাশি ঠেকানোর পরামর্শে প্রশ্ন উঠেছে, এ সব তো চিকিৎসকেরাই বলছেন। করোনা রোধে সরকার প্রস্তুত তো?
আরও পড়ুন: ‘জীবন বিপন্ন’, শাহ-শরণে দুই বিজেপি বিধায়ক
আজ দেশে নতুন তিন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তের সংখ্যা এখন ৩৪। এঁদের মধ্যে দু’জন লাদাখের। সূত্রের খবর, তাঁরা সম্প্রতি ইরান থেকে ফিরেছেন। তৃতীয় জন তামিলনাড়ুর। কিছু দিন আগে ওমানে গিয়েছিলেন তিনি। তিন জনের অবস্থাই স্থিতিশীল। এ ছাড়া, জম্মু-কাশ্মীরে পর্যবেক্ষণে থাকা দু’জনের নমুনায় করোনার লক্ষণ প্রবল বলে জানান চিকিৎসকেরা। দিল্লির মতোই উপত্যকার জম্মু ও সাম্বা জেলার প্রাথমিক স্কুল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ। ওই সময় পর্যন্ত জম্মু-কাশ্মীরের পাশাপাশি উত্তরপ্রদেশেও সরকারি দফতরে বায়োমেট্রিক হাজিরা বন্ধ থাকবে।
করোনা-সন্দেহে দেশ জুড়ে এই মুহূর্তে ২৯ হাজার জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন রাজ্যের ৫২টি পরীক্ষাগারে চলছে নমুনা পরীক্ষা। ধাক্কা লেগেছে পর্যটনে। বিদেশিরা অনেকেই ভারতে বেড়ানো বাতিল করছেন। অসম-সহ উত্তর পূর্বের ছবিটাও স্বস্তির নয়। গত কালই ভুটানে প্রথম করোনা-আক্রান্ত এক মার্কিন পর্যটকের খোঁজ মেলে। তিনি অসমেও দিন সাতেক কাটিয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসা ১৫০ জনেরও বেশি এখন নজরবন্দি। এমভি মহাবাহু নামে যে বিলাসবহুল লঞ্চে তিনি ব্রহ্মপুত্রে ঘুরেছিলেন, সব কর্মী-সহ সেটিকে এখন নদীতেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। যে বিমানে চেপে ওই মার্কিন পর্যটক ভুটানে গিয়েছিলেন, আলাদা করে রাখা হয়েছে সেটিকেও।