Coronavirus

আক্রান্ত ছাড়াল সওয়া চার লক্ষ, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪৪৫ জনের

দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও অবধি মোট ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন সুস্থ। অর্থাৎ দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫৫.৪৯ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২০ ১০:৩০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গেল সোমবার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২১ জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা এখন ১৩ হাজার ৬৯৯। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯২৫ জন।

Advertisement

সারা দেশে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গিয়েছেন ৬ হাজার ১৭০। দিল্লিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৭৫ জনের। গুজরাতে মারা গিয়েছেন এক হাজার ৬৬৩। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৭৫৭), পশ্চিমবঙ্গ (৫৫৫), উত্তরপ্রদেশ (৫৫০), মধ্যপ্রদেশ (৫১৫), রাজস্থান (৩৪৯), তেলঙ্গানা (২১০)।

৩০ জানুয়ারি কেরলে দেশের প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর সময় যত গড়িয়েছে ততই দেশের বিভিন্ন প্রান্তে থাবা বসিয়েছে করোনা। প্রথম থেকেই করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এক লক্ষ ৩২ হাজার ৭৫ জন করোনা আক্রান্ত। সারা দেশে সংক্রমিতের সংখ্যার চার ভাগের এক ভাগই মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে করোনা আক্রান্ত ৫৯ হাজার ৭৪৬। পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও। সেখানে আক্রান্ত ৫৯ হাজার ৩৭৭। গুজরাতে আক্রান্ত ২৭ হাজার ২৬০।

Advertisement

আরও পড়ুন: ‘সে রাতে আটক চিন সেনারাও’! ভি কে সিংহের বক্তব্যে অনেক প্রশ্ন​

এ ছা়ডাও ১০ হাজারের গণ্ডি পার করে ফেলেছে উত্তরপ্রদেশ (১৭,৭৩১), রাজস্থান (১৪,৯৩০), পশ্চিমবঙ্গ (১৩,৯৪৫), মধ্যপ্রদেশ (১১,৯০৩) ও হরিয়ানা (১০,৬৩৫)। দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও অনেকটা বেড়েছে। ইতিমধ্যেই ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫৫.৪৯ শতাংশ।

আরও পড়ুন: গালওয়ানের পর এ বার দেপসাং ভ্যালি টার্গেট চিনের?​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement