COVID Vaccine

Covid vaccine: ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণের পর মৃত ১৬, লোকসভায় মালা রায়ের প্রশ্নে বলল কেন্দ্র

শুরুতে ছোটদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। ঠিক হয়, প্রথমে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ০৬:৫৯
Share:

ফাইল চিত্র।

গত জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ। সেই টিকাপ্রাপকদের মধ্যে প্রতিষেধক নেওয়ার পরে ১৬ জন মারা গিয়েছে বলে লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার। দেশে করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বছরের শুরুতে ছোটদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। ঠিক হয়, প্রথমে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে।

Advertisement

শুক্রবার লোকসভায় মালার প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী জানিয়েছেন, ওই বয়সের মধ্যে অন্তত ৯.১১ কোটি কিশোর-কিশোরীদের প্রতিষেধক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। টিকাপ্রাপকদের মধ্যে টিকা নেওয়ার ফলে ১৬ জন কিশোর-কিশোরী মারা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে , কেন ওই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement