National News

জেনে রাখুন, করোনাভাইরাসে আক্রান্ত হলেও এ বার স্বাস্থ্য বিমা পাবেন

হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ার‌্যান্টাইনে থাকার সময়েও চিকিৎসার যাবতীয় খরচ মেটাতে হবে স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১২:৩৭
Share:

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে দিল্লির একটি হাসপাতালে। ছবি- পিটিআই।

যাঁদের স্বাস্থ্য বিমা রয়েছে, তাঁদের মধ্যে এ বার কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেও চিকিৎসার খরচ পাবেন। ইনস্যুর‌্যান্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএ) দেশের স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশ এখন থেকেই কার্যকর করতে বলা হয়েছে।

Advertisement

আইআরডিএ-র গত ৪ মার্চের নির্দেশিকায় বলা হয়েছে, যে যে অসুখ বা অস্ত্রোপচারের জন্য বিমার আওতায় থাকা কাউকে হাসপাতালে ভর্তি করানো হলে, তাঁর চিকিৎসার যাবতীয় খরচ মেটায় স্বাস্থ্য বিমা সংস্থাগুলি, এ বার তাদের মধ্যে করোনাভাইরাসকেও অন্তর্ভুক্ত করতে হবে। যাতে কারও রক্তপরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি প্রমাণিত হওয়ার পর চিকিৎসার যাবতীয় খরচ তিনি পান।

নির্দেশিকায় এও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার আগে কোয়ার‌্যান্টাইনে থাকার সময়েও চিকিৎসার যাবতীয় খরচ মেটাতে হবে স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে।

Advertisement

আইআরডিএ-র নির্দেশিকা। - নিজস্ব চিত্র।

১৯৯৯ সালের আইআরডিএ আইনের ১৪ (২) (ই) অনুচ্ছেদ অনুযায়ী এই নির্দেশ জারি করা হল বলে আইআরডিএ-র তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন- ‘মহামারি’ করোনার গ্রাসে শেয়ার বাজার, সেনসেক্স পড়ল ২৬০০ পয়েন্ট!​

আরও পড়ুন- করোনাকে মহামারি ঘোষণা করল হু, ইউরোপ-আমেরিকা ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা ট্রাম্পের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement