ট্রেনের কামরাই যখন আইসোলেশন ওয়ার্ড। ছবি: পিটিআই
করোনাভাইরাসের মোকাবিলায় কোমর বাঁধছে ভারতীয় রেলও। বিভিন্ন ডিভিশনের মোট ২০ হাজার কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার চেষ্টা শুরু হয়েছে। ওই কোচের মধ্যে তিন লক্ষেরও বেশি শয্যা তৈরি করা হবে। মঙ্গলবার ভারতীয় রেলের তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।
একটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসায় যেমন সুযোগসুবিধা থাকে, রেলের ওই কোচগুলিতেও তেমনই সুবিধা মিলবে। চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেবেন।
ট্রেনের কামরাই আইসোলেশন কোচ। ছবি: পিটিআই
বিভিন্ন ডিভিশনের মধ্যে পূর্ব রেলের ৩৩৮টি এবং দক্ষিণ-পূর্ব রেলের ৩২৯টি কোচ রয়েছে। দিন দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে চাপও বাড়ছে। অনেক প্রত্যন্ত জায়গায় হাসপাতালের সুযোগসুবিধা নেই। ওই সব এলাকায় রেলের ‘হাসপাতাল’ পৌঁছে যেতে পারে। এ ছাড়া সংক্রমণ রুখতে রেলের কোচগুলিকে বিশেষ ভাবে তৈরিও রাখা হচ্ছে। তিন লক্ষের বেশি আইসোলেশন বেড তৈরি করা গেলে করোনা মোকাবিলায় অনেকটাই সুবিধা হবে বলে জানাচ্ছেন রেলকর্তারা।
আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২৭, মৃত ৩, গৃহ-পর্যবেক্ষণে লাখেরও বেশি