প্রতীকী চিত্র।
কোভিড অতিমারির জেরে টানা স্কুল বন্ধ থাকার ফলে ভারতীয় অর্থনীতির প্রায় ৪০ হাজার কোটি ডলার ক্ষতি হতে পারে বলে একটি রিপোর্টে জানাল বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় টাকায় এই অঙ্কটা ২৯ লক্ষ কোটি পেরিয়ে যাচ্ছে।
‘বিটেন অর ব্রোকেন? ইনফরম্যালিটি অ্যান্ড কোভিড-১৯ ইন সাউথ এশিয়া’ শীর্ষক রিপোর্টি বিশ্ব ব্যাঙ্ক আজই পেশ করে। সেই রিপোর্টের বক্তব্য, অতিমারির জন্য দক্ষিণ এশিয়ায় অভূতপর্ব আর্থিক মন্দা আসছে। এই মন্দার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। সহজে তা কাটিয়ে ওঠা সম্ভব নয়। রিপোর্টটির বক্তব্য, অতিমারিতে স্কুল বন্ধ থাকায় সামগ্রিক ভাবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬২,২০০ কোটি ডলার ক্ষতি হবে। এমনকি তা ৮৮,০০০ কোটিও ছুঁতে পারে। এই ক্ষতির বড় অংশই বইতে হবে ভারতকে। সমস্ত দেশের জিডিপি-তেই এর প্রভাব পড়বে।
বিশ্ব ব্যাঙ্কের বিশেষজ্ঞদের মতে, কোভিডের সময়ে অধিকাংশ দেশে মার্চ থেকেই স্কুল বন্ধ হয়ে যায়। এখন কোনও কোনও দেশে স্কুল খুলেছে। কিন্তু দীর্ঘ দিন স্কুলের বাইরে থাকা ছাত্রছাত্রীরা নতুন কিছু তো শেখেইনি, উল্টে শেখা জিনিসও কিছুটা ভুলে গিয়েছে।
রিপোর্টটির বক্তব্য, এরই প্রভাব পড়বে উপার্জনের ক্ষেত্রে। দক্ষিণ এশিয়ার প্রতিটি শিশু সারা জীবন গড়ে ৪৪০০ ডলার কম আয় করবে। রিপোর্ট বলছে, প্রাথমিক-মাধ্যমিক মিলিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলির ৩৯.১০ কোটি ছাত্রছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। অধিকাংশ সরকার সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিকই। কিন্তু দূরশিক্ষার মাধ্যমে পড়ুয়াদের কাছে পৌঁছনোর বিষয়টি সহজ হয়নি। অতিমারির ফলে প্রায় ৫৫ লক্ষ ছাত্রছাত্রী স্কুলছুট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টটিতে।