Coronavirus

দেশে নতুন করে করোনা আক্রান্ত ১,৫৯৪ জন, মৃত ৯৩৭

দেশে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১০:৪০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁতে চলল। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার ফলে আক্রান্তের সংখ্যা এখন ২৯ হাজার ৯৭৪ জন। সেই সঙ্গে বেড়েছে মৃত্য়ুও। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মো মৃতের সংখ্যা হল ৯৩৭।

Advertisement

প্রথম থেকেই মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে ৮ হাজার ৫৯০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনও রাজ্য নেই। তবে সংক্রমিত দু-তিন হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই। গুজরাতে আক্রান্ত ৩ হাজার ৫৪৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৬২ জনের।দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১০৮ জন। মারা গিয়েছেন ৫৪ জন। মধ্যপ্রদেশে ২ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১৩ জনের। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৩ জন। অন্ধ্রপ্রদেশে ১ হাজার ২৫৯ জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনও পর্যন্ত ৭ হাজার ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। তবে নবান্নের তরফে জানানো হয়েছে, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

আরও পড়ুন: অধিকাংশ জায়গায় ৩ মে-র পরেও লকডাউন চলবে, জানালেন মোদী

বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি, লকডাউন-সহ একাধিক বিষয় নিয়ে সোমবারই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ইঙ্গিত দেন, ৩ মে-র পরেও দেশের অধিকাংশ জায়গায় লকডাউন চলবে।

আরও পড়ুন: রেড-অরেঞ্জ-গ্রিন জোনে ভাগ করে রাজ্যে ২১ মে পর্যন্ত লকডাউন প্রস্তুতি

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement