Coronavirus

রোগী ফেরালে কড়া ব্যবস্থার বার্তা মন্ত্রীর

করোনা সংক্রমণের ভয় সত্ত্বেও পরিজনেরা ওই রোগীদের নিয়ে হাসপাতালে-হাসপাতালে ছুটে বেড়াতে বাধ্য হচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৩:২১
Share:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ছবি: সংগৃহীত।

অবিলম্বে চিকিৎসা দরকার এমন কোনও রোগীকে ফেরানো হলে অভিযুক্ত ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে দিল্লির হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আজ সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

Advertisement

দিল্লির রাজ্যপাল অনিল বৈজল এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-সহ পুরসভার কমিশনার এবং শহরের কয়েকটি মুখ্য হাসপাতালের সুপারদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন হর্ষ বর্ধন। তিনি জানান, কোভিড-১৯ ছাড়া অনেক মুমূর্ষু রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর আসছে। করোনা সংক্রমণের ভয় সত্ত্বেও পরিজনেরা ওই রোগীদের নিয়ে হাসপাতালে-হাসপাতালে ছুটে বেড়াতে বাধ্য হচ্ছেন। এর জেরে ওই রোগীদের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর প্রেক্ষিতে মন্ত্রীর নির্দেশ, করোনা আক্রান্তদের পাশাপাশি অন্য রোগীদের দিকেও সমান নজর দিতে হবে হাসপাতালগুলিকে। তাঁর কথায়, ‘‘কঠিন রোগে ভুগছেন এমন রোগীরা প্রাণের ঝুঁকি নিয়ে এই সময়ে বাইরে বেরোচ্ছেন চিকিৎসার আশায়। তবে অনেক সময়েই ‘রক্ত বদল কিংবা ডায়েলিসিস পরেও করা যাবে’ এই ধরনের ‘যুক্তি’ দেখিয়ে তাঁদের ফিরিয়ে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।’’

Advertisement

আরও পড়ুন: ‘তালাবন্দি’ সিন্ধিয়ার ভবিষ্যৎও

আরও পড়ুন: শ্রমিক সমস্যা নিয়ে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের

কিন্তু এ বার এমন ঘটনা ঘটলে কড়া ব্যবস্থার মুখে পড়বেন বলে সতর্ক করা হয়েছে স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে। মন্ত্রী আরও বলেন, রাজধানীতে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র ধার্য রয়েছে। তাই বাকি হাসপাতালগুলি যেন অন্য রোগীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দেয়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনে টেলিফোনের মাধ্যমে পরামর্শের ব্যবস্থা বা ডিজিটাল প্রেসক্রিপশন চালুরও পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement