প্রতীকী ছবি।
রোগী দেখেছেন শনিবার পর্যন্ত। সোমবার মৃত্যু হয়েছে কোভিডে। করোনায় প্রথম চিকিৎসক মৃত্যুর ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে গুয়াহাটি মেডিক্যাল কলেজে। এখানকার হাসপাতালের অপথালমোলজি বিভাগে কাজ করতেন সহকারী অধ্যাপক জাহান ইকবাল আহমেদ। তাঁর মৃত্যুর ঘটনায় হাসপাতালের সুপার অভিজিৎ শর্মা মঙ্গলবার জানান, ইকবাল কখনওই কোভিড ওয়ার্ডে কাজ করেননি। তাই তিনি কী ভাবে সংক্রামিত হলেন নিশ্চিত নয়। পরিবার সূত্রে বলা হয়েছে জ্বর, কাশি থাকায় তিনি নিজেই নিজের টাইফয়েডের চিকিৎসা চালাচ্ছিলেন। সেই সঙ্গে শনিবার পর্যন্ত তিনি রোগী দেখেন। অনলাইনে ক্লাসও নেন। সোমবার হঠাৎ শ্বাসকষ্ট প্রবল হয়। জিএনআরসি হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। প্রথমে সরকার তাঁর মৃত্যুতে করোনার সংযোগের কথা ঘোষণা করেনি। কিন্তি জিএনআরসি থেকে জানানো হয়, মৃত্যুর পরে নমুনা পরীক্ষায় কোভিড পজ়িটিভ মিলেছে। রাতে স্বাস্থ্যমন্ত্রী করোনায় মৃত চার জনের মধ্যে ইকবালের নামও উল্লেখ করেন। জানান, তিনি নিজের চিকিৎসা নিজেই করছিলেন। হাসপাতালে দেখাননি। গত কাল অসুস্থ হওয়ার পরেও গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়নি তাঁকে। আপাতত ইকবালের স্ত্রী, পুত্র, কন্যা বাড়িতে কোয়রান্টিনে আছেন। গত কয়েক দিনে তিনি কোন কোন রোগী দেখেছেন ও কাদের সংস্পর্শে এসেছেন তার সন্ধান চলছে।