ফের ব্যস্ত হবে সপ্তাহ শেষের দিল্লি। ফাইল চিত্র।
করোনাভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় দিল্লিতে সপ্তাহ শেষের কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীবালের সরকার। শুক্রবার এ সংক্রান্ত নির্দেশিকাটি অনুমোদনের জন্য লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের দফতরে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি দিল্লিতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ৩০ হাজার পেরিয়ে গিয়েছিল। এর পরেই ৫০ ঘণ্টার সাপ্তাহান্তিক কার্ফু জারি করেছিল দিল্লি সরকার।
বৃহস্পতিবার দিল্লিতে নতুন করে ১০,৩০৬ জন সংক্রমিত হয়েছেন। যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় ১০.৭২ শতাংশ বেশি। যদিও মৃত্যুর সংখ্যা ছিল ৪৩। গত বছর জুন মাসে দিল্লিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ৪৪-এ পৌঁছেছিল। তার পর থেকে কখনওই ২৪ ঘণ্টায় এত জন করোনা আক্রান্তের মৃত্যু হয়নি।
সংক্রমণ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে সপ্তাহ শেষের দিনগুলিতে কার্ফু ঘোষণা করেছিল দিল্লির সরকার। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকে এই কার্ফু। সাপ্তাহান্তিক ছুটির কারফিউ চলাকালীন, শুধুমাত্র অত্যাবশকীয় পণ্য সরবরাহ এবং জরুরি পরিষেবার সাথে জড়িতরা এবং যাঁরা জরুরি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, তাঁরাই বাইরে যেতে পারেন। ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া সমস্ত দোকান বন্ধ করতে হয়।