করা হচ্ছে করোনা পরীক্ষা। ফাইল ছবি।
মুম্বই শহরে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৪ জন। প্রায় ৫ সপ্তাহ পর মুম্বইয়ে একদিনে এত কম লোক আক্রান্ত হলেন। ১৭ মার্চ দেশের বাণিজ্যনগরীতে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৩৭৭ জন। এর পর যত দিন গিয়েছে আক্রান্তের সংখ্যা বেড়েছে সেখানে। এক সময় তা ১০ হাজারেও পৌঁছেছিল। মুম্বয়ের পাশাপাশি মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬২১ জন। গত সপ্তাহেও ছিল ৬০ হাজারের বেশি।
মহারাষ্ট্রের মতো দিল্লি, উত্তরপ্রদেশ, কেরল একটু হলেও কমেছে দৈনিক সংক্রমণ। যোগীর রাজ্যে এক সময় দৈনিক আক্রান্ত ৩৫ হাজরের উপরে উঠেছিল। গত ২-৩ দিন কিন্তু তা ৩০ হাজারের আশপাশেই রয়েছে। সেই সঙ্গে দিল্লির মাত্রাছাড়া পরিস্থিতিও সামান্য হলেও নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক আক্রান্ত সেখানে কমে হয়েছে ১৮ হাজারের ঘরে। গত সপ্তাহে কেরলে ৪০ হাজারের উপরে পৌঁছেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২৬ হাজারে নেমেছে।
যদিও তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, রাজস্থানে করোনা সংক্রমণ পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। আক্রান্ত বাড়ছে এই রাজ্যগুলিতে। গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানাতে সংক্রমণ ১২ হাজারের ঘরেই ঘোরাফেরা করেছে গত কয়েকদিন ধরেই। বিহার এবং ওড়িশাতেও গত কয়েকটি সংক্রমণ বাড়েনি। তবে কর্নাটকে পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি।