Coronavirus

দেশে হাজার ছুঁচ্ছে মৃত্যু, ট্রাম্পের সভাতেও প্রশ্ন

শীর্ষে মহারাষ্ট্র, তার পরে গুজরাত, তৃতীয় দিল্লি। এই তিন রাজ্যকে নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৪:৩৪
Share:

ছবি: পিটিআই।

দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার ছুঁতে চলেছে। সংক্রমিত ৩০ হাজার ছুঁইছুঁই। যাঁদের মধ্যে অর্ধেক শুধু তিনটি রাজ্যের বাসিন্দা। শীর্ষে মহারাষ্ট্র, তার পরে গুজরাত, তৃতীয় দিল্লি। এই তিন রাজ্যকে নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

Advertisement

৫৫ বছরের বেশি বয়সি সমস্ত কর্মীকে আজ ছুটিতে পাঠিয়েছে মুম্বই পুলিশ। রাজ্যে অন্তত ১০৭ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত। দিল্লির অন্তত একশো জন চিকিৎসাকর্মী সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। গুজরাত প্রসঙ্গে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, ‘‘সুরতের পরিস্থিতি আগের থেকে ভাল। তবে আমদাবাদে সমস্যা রয়েছে।’’ আমদাবাদে রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানকার একাধিক হাসপাতালকে শুধু করোনা-রোগীদের জন্যই সংরক্ষিত করার নির্দেশ দিয়েছে আন্তর্মন্ত্রক দল। গত ফেব্রুয়ারিতে এই শহরেরই মোতেরা স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, গুজরাত তথা আমদাবাদে রোগীর সংখ্যা বৃদ্ধির নেপথ্যে ট্রাম্পের সভা ঘিরে লক্ষাধিক মানুষের ওই ভিড়ের ভূমিকা নেই তো! স্বাস্থ্য-কর্তাদের মুখে অবশ্য কুলুপই।

গুজরাতে ‘গ্রাম-যোদ্ধা সমিতি’ মডেলের অবশ্য প্রশংসা করেছে কেন্দ্র। প্রতিটি গ্রামের সরপঞ্চ, স্বাস্থ্যকর্মী, স্কুলের প্রধান শিক্ষক ও দুজন বর্ষীয়ান নাগরিককে নিয়ে একটি করে সমিতি গড়া হয়েছে। যাঁরা বাড়ি-বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিচ্ছেন। গ্রামের কারা বাইরে যাচ্ছেন বা কারা বাইরে থেকে আসছেন, তাঁদের উপরে নজর রাখতে গড়া হয়েছে ‘গ্রাম যোদ্ধা কমিটি’। আন্তর্মন্ত্রক কমিটির প্রস্তাব, এমন কমিটি গোটা দেশে গড়া হোক।

Advertisement

আরও পড়ুন: নকভির তবলিগি নিন্দার পরেই প্রশ্ন প্লাজ়মা চিকিৎসায়

আরও পড়ুন: ফের সাধুহত্যায় মেরুকরণ না-হয়, সরব বিরোধীরা

আজ বিকেল পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৫৪৩ জন। মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-সহ দাবি করেছেন, চিন বাদে যে ২০টি দেশে সব চেয়ে বেশি করোনা ছড়িয়েছে, তাদের মোট জনসংখ্যা ভারতের জনসংখ্যার সমান। অথচ এই দেশগুলিতে সংক্রমিতের মোট সংখ্যা ভারতের ৮৪ গুণ। মৃতের সংখ্যা ভারতের ২০০ গুণ। লব জানান, ভারতে সুস্থ রোগীর হার বাড়ছে। শনিবারের ২০.৬৬% থেকে বেড়ে আজ তা হয়েছে ২৩.৩%। তিনি আরও বলেন, করোনা থেকে সুস্থ কোনও ব্যক্তিকে অনায়াসে ছোঁয়া যায়। সুস্থ ব্যক্তির ছোঁয়াচ এড়িয়ে যাওয়ার কিছু ঘটনা শোনা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যা অনভিপ্রেত।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement