Coronavirus

২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ৬৭৮ জন, মোট আক্রান্ত ৬৪১২, মৃত্যু ১৯৯ জনের

করোনা সংক্রমণ সবচেয়ে জোরালো আঘাত হেনেছে মহারাষ্ট্রে। সেখানে করোনায় আক্রান্ত ১ হাজার ১৩৫ জন। প্রাণ হারিয়েছেন ৭২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১০:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বুধবারের তুলনায় অনেকটাই বাড়ল। যদিও গত তিন-চার দিন ধরেই আক্রান্তের সংখ্যাটা ওঠানামা করছে। সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ৭০৪। মঙ্গলবার তা একধাক্কায় কমে দাঁড়ায় ৫০৮। বুধবার তা আরও কিছুটা কমে হয় ৪৮৫। বৃহস্পতিবার সারা দিনে আরও ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গতকালের সঙ্গে ফারাকটা ১০০-রও বেশি।

Advertisement

সবমিলিয়ে এই মুহূর্এতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত আরও নতুন করে ৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫। গত ২৪ ঘণ্টায় ২০ জন প্রাণও হারিয়েছেন। তাতে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা এসে ঠেকেছে ১৬৯-এ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী বাংলায় এখনও পর্যন্ত ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও রাজ্য সরকারের হিসাবে সংখ্যাটা ৮৩।

করোনা সংক্রমণ সবচেয়ে জোরালো আঘাত হেনেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল বুধবারই। এ দিন তা এসে ঠেকেছে ১ হাজার ১৩৫ জনে। মৃত্যুসংখ্যার নিরিখেও বাকিদের পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত সেখানে ৭২ জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুসংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাত। ওই দুই রাজ্যেই ১৬ জন করে মোট ৩২ জন প্রাম হারিয়েছেন। রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৯ জন। তামিলনাড়ু এবং পঞ্জাবেও ৭ জন করে ১৪ জন প্রাণ হারিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: ১১ই মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা মোদীর, লকডাউন বৃদ্ধি চেয়ে সওয়াল

আক্রান্তের নিরিখে মহারাস্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু (৭৩৮), দিল্লি (৬৬৯), তেলঙ্গানা (৪৪২) এবং উত্তরপ্রদেশ (৪১০)।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement