Coronavirus in India

বেশ কয়েকটি রাজ্য নিয়ন্ত্রণে আসায় ৩ লক্ষের নীচে নেমেছে দেশের দৈনিক সংক্রমণ

প্রায় এক মাস পর দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ৩ লক্ষের নীচে। বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এই পরিবর্তন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৮:৪৯
Share:

ফাইল ছবি।

প্রায় এক মাস পর দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ৩ লক্ষের নীচে। বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এই পরিবর্তন। এর মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লিতে উল্লেখযোগ্য কমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং গুজরাতেও দৈনিক সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমেছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। এর মধ্যে মহারাষ্ট্রে ৩৪ হাজার। দেশের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ হলেও মহারাষ্ট্রে গত কয়েক সপ্তাহের তুলনায় কম। গত সপ্তাহেও ৫০ হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছিলেন ওই রাজ্যে। দিল্লিতে অবশ্য গত সপ্তাহ থেকেই কমতে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। সোমবার তা নেমে এসেছে সাড়ে ৬ হাজারের নীচে। কর্নাটক এবং কেরলেও গত ক’দিন আক্রান্তে ৪০ হাজারের কম থেকেছে। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে তা সাড়ে ৩১ হাজার মতো। কেরলে সাড়ে ২৯ হাজার।

লকডাউন চললেও তামিলনাড়ুতে দৈনিক সমক্রমণে এখনও লাগাম পড়ানে যায়নি। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন সেখানে। অন্ধ্রেও একই চিত্র। সেখানে সংখ্যাটা ২৩-২৪ হাজারেই ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গেও সংখ্যাটা ১৯ হাজারে আটকে। ওড়িশা, রাজস্থানে এখনও ১০ হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছেন রোজ। উত্তরপ্রদেশে ১০ হাজার লোক আক্রান্ত হলেও, গত কয়েক সপ্তাহের তুলনায় তা কম।

Advertisement

যদিও ছত্তীসগঢ় (৪ হাজার), বিহারে (৬ হাজার) উল্লেখযোগ্য হারে কমেছে সংক্রমণ। মধ্যপ্রদেশে এবং গুজরাতেও ৭-৮ হাজারে আটকে থাকছে দৈনিক আক্রান্ত।

কয়েকটি রাজ্যে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে বেশ কয়েকটি রাজ্যে কমেছে সংক্রমণ। সব মিলিয়ে দেশের সংক্রমণ ২১ এপ্রিলের পর ৩ লক্ষের নীচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement