ছবি: সংগৃহীত।
অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ৩২ হাজার গণ্ডি পার করে গেল। বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২২২৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ২০৫৪২ জনের। তাই পজ়িটিভ হওয়ার হার ৫.৫৫ শতাংশ। গত কাল পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪০৪০ জন। চিকিৎসাধীন আছেন ৮১০৬ জন। সুস্থতার হার ৭৪.৫৯ শতাংশ।
এ দিকে আজ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কার্বি আংলংয়ের ডিএফও। তাঁর স্ত্রী প্রথমে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠলেও স্বামী আক্রান্ত হয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনসুকিয়াতে আজ এক মহিলা-সহ তিন জন করোনায় মারা যান। মৃতদেহ দাহ করার জন্য সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে স্বেচ্ছাসেবী চাওয়া হয়েছে।
গুয়াহাটিতে লকডাউন চলার সুফল মিলছে। গত কাল নতুন করে আক্রান্তের সংখ্যা গুয়াহাটিতে মাত্র ১৭১ জন। হিমন্ত জানান, আর তিন সপ্তাহ পরে লকডাউনের সুফল আর প্রতিফলিত হবে না। আবার বাড়বে আক্রান্তের সংখ্যা। অগস্ট মাসেই গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার হতে পারে। তাই সব জনবহুল এলাকা, বাজারে অ্যান্টিজ়েন পরীক্ষা চলবে।