Coronavirus in India

দেশের সব থেকে ধনী দেবতার মন্দিরে কাজ হারালেন ১৩০০ কর্মী

তিরুপতি বালাজি মন্দিরে এই কর্মীরা সাফাই ও আতিথেয়তার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের পয়লা মে থেকে কাজে আসতে বারণ করা হয়েছে। লকডাউনের জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২০ ১৫:০৭
Share:

তিরুপতি মন্দির। ফাইল চিত্র।

করোনার জেরে লকডাউন প্রায় গোটা বিশ্ব, বন্ধ তীর্থস্থানগুলিও। ফলে দেশের মন্দিরগুলিতেও নেই নিত্যদিনের ব্যস্ততা। আয়ও কমে গিয়েছে বিশাল পরিমাণ। এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে প্রায় ১৩০০ ঠিকা শ্রমিক কাজ হারালেন।

Advertisement

তিরুপতি বালাজি মন্দিরে এই কর্মীরা সাফাই ও আতিথেয়তার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের পয়লা মে থেকে কাজে আসতে বারণ করা হয়েছে। লকডাউনের জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

এই ঠিকা শ্রমিকদের চুক্তি গত ৩০ এপ্রিলই শেষ হয়। সেই চুক্তির মেয়াদ আর নতুন করে বাড়ানো হয়নি। সেই সঙ্গে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, লকডানের মাঝে কাজে না আসতে।

Advertisement

আরও পড়ুন: করোনার মাঝে হঠাৎ এমন উপহার পেয়ে চোখে জল ডেলিভারি বয়ের

মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি জানিয়েছে, যে সংস্থার মাধ্যমে এই কর্মীদের নিয়োগ করা হত, তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, এই কর্মীদের বিষয়ে মানবিক দিকটি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: প্রতিবেশীদের উষ্ণ অভ্যর্থনায় চোখে জল চিকিৎসা কর্মীর

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement