National News

বাংলা-সহ ১৪টি রাজ্যের প্রাপ্য মেটাবে কেন্দ্র

অতিমারি-রোধে রাজ্যগুলির সিন্দুকে টান। অথচ মোদী সরকার তাদের বকেয়া দিচ্ছে না বলে অভিযোগ তোলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ০২:০৩
Share:

ছবি: পিটিআই।

পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, কেরল-সহ ১৪টি রাজ্যকে প্রাপ্য হিসেবে মোট ১৭,২৮৭.০৮ কোটি টাকা মিটিয়ে দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। শুক্রবার টুইটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, এর মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে ওই রাজ্যগুলিকে ৬,১৯৫.০৮ কোটি দেওয়া হয়েছে রাজস্ব ঘাটতি মিটিয়ে দেওয়ার খাতে। যাতে পশ্চিমবঙ্গ পেয়েছে ৪১৭.৭৫ কোটি টাকা। আর বাকি ১১,০৯২ কোটি আগাম দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যগুলির প্রাপ্য ভাগ থেকেই। এতে বঙ্গের ভাঁড়ারে আসবে ৫০৪.৫ কোটি।

Advertisement

অতিমারি-রোধে রাজ্যগুলির সিন্দুকে টান। অথচ মোদী সরকার তাদের বকেয়া দিচ্ছে না বলে অভিযোগ তোলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা। পশ্চিমবঙ্গ, রাজস্থান, পঞ্জাব, কেরলের মতো বিরোধীশাসিত রাজ্যগুলির অভিযোগ, কেন্দ্রীয় করের ভাগ ও জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির হাজার-হাজার কোটি টাকা পাওনা আটকে রেখেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এ নিয়ে ক্ষোভও উগরে দিয়েছিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে কেউ কেউ কথা বলেন নির্মলার সঙ্গেও। পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্যের অর্থমন্ত্রীরা তাঁকে চিঠি লেখেন। সকলেরই যুক্তি ছিল, করোনা-মোকাবিলায় স্বাস্থ্য খাতে বিপুল টাকা ঢালতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে লকডাউনের জেরে রোজগার হারানো গরিকে সুরাহা দিতেও। এখন কেন্দ্র বকেয়া আটকে রাখলে চলবে কী ভাবে? এর পরে এ বার কেন্দ্রের এই টাকা দেওয়ার সিদ্ধান্ত।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement