Bihar

ভোটের মুখে করোনা নিয়ে চাপে নীতীশ

আরজেডি নেতা তেজস্বী যাদব আজ সাংবাদিক বৈঠকে দাবি করেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কত, তা নিয়ে ভুল তথ্য দিচ্ছে নীতীশ সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০৫:০৩
Share:

ছবি: পিটিআই।

বিহার ভোটের মুখে করোনা নিয়ে সাঁড়াশি আক্রমণে প্রবল চাপের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি সরকারের বিরুদ্ধে করোনা তথ্যে গরমিলের অভিযোগ এনেছে। করোনা মোকাবিলায় নীতীশের ভূমিকা নিয়ে শাসক জোটেও প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ। তাঁকেও পাল্টা আক্রমণ করেছেন নীতীশ-ঘনিষ্ঠ জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিংহ। কালিদাসের সঙ্গে চিরাগের তুলনা করেছেন মুঙ্গেরের সাংসদ।

Advertisement

আরজেডি নেতা তেজস্বী যাদব আজ সাংবাদিক বৈঠকে দাবি করেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কত, তা নিয়ে ভুল তথ্য দিচ্ছে নীতীশ সরকার। তিনি বলেন, ‘‘এর আগে যখন দশ হাজার লোকের লালারসের পরীক্ষা হতো, তখন রোজ তিন-সাড়ে তিন হাজার করোনা রোগীর দেখা মিলত। এখন রোজ ৭৫ হাজার পরীক্ষা হচ্ছে। অথচ বলা হচ্ছে, রোগীর সংখ্যা চার হাজার। এর অর্থ সরকার অসত্য বলছে, তথ্যে গরমিল করছে।’’ করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকার বিহারকে অর্থ সাহায্য করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

নীতীশের অস্বস্তি বাড়িয়েছেন রামবিলাস-পুত্র চিরাগ। লোকজনশক্তি পার্টির তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘বিহারে কোভিড পরীক্ষা বাড়াতে অনেক দিন থেকেই আমরা দাবি জানাচ্ছিলাম। এখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করার পর আমরা নিশ্চিত যে রাজ্য সরকার করোনা পরীক্ষার সংখ্যা বাড়াবে।’’ এই বক্তব্যই রিটুইট করেন চিরাগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement