প্রতীকী ছবি।
নরেন্দ্র মোদী সরকারের ঢিলেমির কারণেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ঠিক ভাবে পৌঁছে দেওয়া যায়নি বলে অভিযোগ তুলল প্রস্তুতকর্তাদের সংগঠন। করোনা মোকাবিলায় নেমে দেশে স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ঘাটতি ও এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এর দায় সরকারের উপরেই চাপিয়ে দিয়েছেন প্রিভেনটিভ ওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সঞ্জীব রালহান।
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের মোকবিলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরির গাইডলাইন ও মান কী হবে, তা ঠিক করতে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সরকারের কাছে জানতে চেয়েছিল তাঁদের সংগঠন। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের তরফে কোনও জবাব মেলেনি। সে জন্যই স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত পোশাক তৈরি করতে যন্ত্রসামগ্রী ও কাঁচামাল সঠিক সময়ে সংগ্রহ করতে পারেননি তাঁরা। আর যখন সেই গাইডলাইন ঠিক হল, তখন গোটা দেশে লকডাউন। প্রস্তুতকর্তাদের সামনে তখন উৎপাদন ও পরিবহণের সমস্যা। রালহান জানান, স্বাস্থ্যকর্মীদের যে ধরনের পোশাক সরকার চাইছে, তাঁদের পক্ষে এই মুহূর্তে তা সরবরাহ করা কার্যত অসম্ভব।