চিকিৎসাকর্মীকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রতিবেশীরা। ছবি: টুইটার থেকে নেওয়া।
গত প্রায় দু’ মাস ধরে চিকিৎসা কর্মী, নার্সদের ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকির খবর যেমন সামনে এসেছে, তেমন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ছবিও দেখা গিয়েছে। এই ছবি শুধু দেশ নয়, গোটা পৃথিবীতেই দেখা যাচ্ছে। এমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিয়োটি শেয়ার করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা আবাসনে ঢুকছেন। আর আবাসনে ঢোকার মুখে তাঁর দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন প্রতিবেশীরা, যাঁরা এই মহিলাকে স্বাগত জানাতে নীচে নেমে এসেছেন। কেউ কেউ হাতে প্ল্যাকার্ড ধরে রেখেছেন। প্রত্যেকেই প্রত্যেকের থেকে একটা দূরত্ব বজায় রেখে দাঁড়িছেন।
প্রতিবেশীদের এমন আচরণে ওই মহিলা রীতিমোত আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এক সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, চোখের জল মুছতেও দেখা যায় তাঁকে। প্রতিবেশীরা সবাই মাস্ক পরে একে একে তাঁর উপর ফুল দিচ্ছেন।
আরও পড়ুন: মানসিক রোগীর বুকের উপর পা তুলে লাঠি পেটা করার অভিযোগে সাসপেন্ড কনস্টেবল
হর্ষ বর্ধন ভিডিয়োটির পোস্টে জানিয়েছেন, এই মহিলা একটি হাসপাতালে আইসিইউ-তে কাজ করেন। গত ২০ দিন ধরে তিনি সেখানে টানা কাজ করে ঘরে ফিরছেন। আর তাঁকে স্বাগত জানাচ্ছেন অন্যরা।
আরও পড়ুন: মুদিখানার বাজার করতে গিয়ে বউ নিয়ে এল ছেলে, মানতে চাইছেন না মা
কেন্দ্রীয় মন্ত্রীর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর নেটাগরিক, এমনকি বেশ কিছু ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকেও শেয়ার হয়েছে পোস্টটি। এখন পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৮২ হাজার বার দেখা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)