LNJP Hospital

দিল্লির হাসপাতাল পরিদর্শনে অমিত

বিকেলে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে পৌঁছন অমিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০৪:৫১
Share:

লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।—ছবি পিটিআই।

গত কাল ও আজ বৈঠকের পরে একেবারে সরেজমিন দিল্লির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে এখানকার লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে পৌঁছে যান তিনি। বিজেপির সূত্রের অবশ্য দাবি, করোনা মোকাবিলায় অরবিন্দ কেজরীবাল সরকারের ব্যর্থতার কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে শাহকে।

Advertisement

গত কালই ঠিক হয়েছিল, দিল্লির পরিস্থিতি নিয়ে আজ সর্বদল বৈঠক হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। কংগ্রেস, বিজেপি, আপ ও বিএসপি-র নেতারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে দিল্লিতে করোনা পরীক্ষার খরচ অর্ধেক করার দাবি জানায় বিজেপি। সূত্রের খবর, এ নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে সরকার। কোভিড সংক্রমণের ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানীতে একাধিক হাসপাতাল নির্মাণ ও বর্তমান হাসপাতালগুলিতে কয়েক হাজার শয্যা বাড়ানোর উপরে জোর দিয়েছে কংগ্রেস। বৈঠকে রাজনীতি ভুলে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শাহ বলেন, দিল্লিতে করোনা পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কালই। সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

বিকেলে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে পৌঁছন অমিত।

Advertisement

সূত্রের খবর, সরকারি হাসপাতালের কোভিড ব্লকগুলিতে সিসিটিভি লাগানোর জন্য দিল্লির মুখ্যসচিব বিজয় দেবকে নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালে বেড না-থাকা, করোনা রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠাতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, করোনা আক্রান্ত ও তাঁদের পরিবার, কোভিড চিকিৎসায় জড়িত স্বাস্থ্যকর্মীদের কাউন্সেলিংয়ের উপরেও জোর দিয়েছেন শাহ। প্রতিটি হাসপাতালে বিকল্প ক্যান্টিন খোলার নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement