Coronavirus

কেরলে করোনায় মৃত দুবাইফেরত বৃদ্ধ, দেশে মৃত বেড়ে ২০

গত ২২ মার্চ থেকে কোচির হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

কোচি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৩:২৫
Share:

কেরলে মৃত্যু এক আক্রান্তের। ছবি: পিটিআই।

নোভেল করোনাভাইরাসের প্রকোপে এ বার কেরলে এক ব্যক্তির মৃত্যু হল। শনিবার সেখানে ৬৯ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি দুবাই থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। এই প্রথম সেখানে কোনও কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু হল।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২২ মার্চ কোচির কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি হন ওই বৃদ্ধ। ডাক্তারি পরীক্ষায় তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। এর পাশাপাশি হার্টের সমস্যাও ছিল তাঁর। উচ্চ রক্তচাপেও ভুগছিলেন।

এত দিন হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন ওই বৃদ্ধ। সেই অবস্থাতেই এ দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: এক দিনেই ৩ হাজার মৃত্যু বিশ্বে, মোট মৃত্যু ২৭ হাজার ছাড়াল: করোনা আপডেট​

আরও পড়ুন: তেহট্টে যুবতীর সংস্পর্শে শিশু-সহ ৫ জনের করোনা​

বছরের শুরুতে ভারতে প্রথম করোনাভাইরাসের হদিশ মেলে এই কেরলেই। সেই থেকে এখনও পর্যন্ত সেখানে ১৭৩ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কাসারগোড়ের। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement