Coronavirus

আজ ব্রিকস সম্মেলনে করোনা নিয়ে আলোচনা, ভিডিয়ো কনফারেন্সে যোগ দিচ্ছেন জয়শঙ্কর

সম্মেলনে চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি-ও যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৪:৩২
Share:

ভিডিয়ো কনফারেন্সে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আজ ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পাঁচ দেশের বিদেশমন্ত্রীরা করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে সূত্রের খবর। মহামারি মোকাবিলায় ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা কী ভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

Advertisement

ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা— এই পাঁচ দেশের মিলিত সংগঠন ব্রিকস। প্রতি বছর পালাবদল করে এই ব্রিকস সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর আয়োজক দেশ রাশিয়া। যদিও নজিরবিহীন পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা হবে বলে আয়োজক বলে আর কিছু থাকছে না। সম্মেলনে চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি-ও যোগ দেবেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ রোখা এবং তার প্রতিকার ও চিকিৎসা।

ভারত চিন থেকে করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষায় র‌্যাপিড টেস্ট কিট আমদানি করেছিল। কিন্তু সেই কিটে ত্রুটি ধরা পড়ায় আপাতত র‌্যাপিড টেস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। চিনের বিদেশমন্ত্রী ওয়াং লি-র সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা হতে পারে বলে একটি সূত্রে জানা গিয়েছে। ভারত এর আগে ব্রিকসের সদস্য দেশ ব্রাজিলকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল। রাশিয়াতেও এই ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সেই বিষয়েও কথা হতে পারে বিদেশমন্ত্রীদের মধ্যে।

Advertisement

আরও পড়ুন: বিশ্বে করোনা-সংক্রমণ ছড়ানোর দায়ে চিনের কাছে ক্ষতিপূরণ দাবির হুঁশিয়ারি ট্রাম্পের

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই

করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউনের জেরে বৈদেশিক বাণিজ্য বন্ধ। বিপুল মন্দার মুখে গোটা বিশ্বের অর্থনীতি। সেই পরিস্থিতি ঘুরে দাঁড়াতে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে বিদেশমন্ত্রকের একটি সূত্রে খবর মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement