COVID-19 deaths

শরীরে করোনা সংক্রমণ, চেন্নাইয়ের হাসপাতালে ডিএমকে বিধায়কের মৃত্যু

বুধবার সকালে চেন্নাইয়ের ডক্টর রেলা হাসপাতালে মৃত্যু হয় ডিএমকে-এর বিধায়ক জে আনবাঝাগনের।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১০ জুন ২০২০ ১২:০০
Share:

—ফাইল চিত্র

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ুর ডিএমকে-এর বিধায়ক জে আনবাঝাগন। নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। শেষ পর্যন্ত বুধবার সকালে চেন্নাইয়ের ডক্টর রেলা হাসপাতালে মৃত্যু হল তাঁর। ৬১ বছরের ওই বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে।

Advertisement

গত ২ জুন শ্বাসকষ্টে ভুগছিলেন ডিএমকে-র ওই বিধায়ক। হাসপাতালে ভর্তি হওয়ার পর দিন থেকেই আনবাঝাগনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ৩ জুন থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। চিকিৎসকরা জানাচ্ছেন, বার বার আনবাঝাগনের শরীরে অক্সিজেনের চাহিদা বেড়ে যাচ্ছিল এবং তাঁর হৃদযন্ত্রের অবস্থাও খারাপ হচ্ছিল। তাঁরা আরও জানিয়েছেন, ওই ডিএমকে বিধায়কের কিডনির অবস্থা খারাপ থাকায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল।

টানা আট দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ডিএমকে-র ওই বিধায়ক। শেষ পর্যন্ত এ দিন সকালে মৃত্যু হয় আনবাঝাগনের। এই ঘটনায় তামিলনাড়ুর রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৪ হাজার ৯১৪ জন। মৃত্যু হয়েছে ৩০৭ জনের।

Advertisement

আরও পড়ুন: সংক্রমণে মুম্বই ছাপিয়ে গেল উহানকে, দেশে মোট আক্রান্ত ২.৭৬ লক্ষ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement