COVID-19 deaths

করোনা সংক্রমণে মৃত্যু হল তামিলনাড়ুর কৃষিমন্ত্রীর

গত ১৩ অক্টোবর দোরাইক্কান্নুর নমুনা পরীক্ষার রিপোর্টে  করোনাভাইরাস সংক্রমণ মেলে। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যাও ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২০ ১৩:১৭
Share:

তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর দোরাইক্কান্নু। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

প্রায় দু’সপ্তাহ আগে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছিল। তখন থেকেই তামিলনাড়ুর কৃষিমন্ত্রী আর দোরাইক্কান্নু ভর্তি ছিলেন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হল। ৭২ বছরের এডিএমকে নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তামিল রাজনৈতিক মহলে।

Advertisement

সরকারি সূত্রের খবর, গত ১৩ অক্টোবর দোরাইক্কান্নুর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস সংক্রমণ মেলে। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যাও ছিল। চেন্নাইয়ের কাবেরী হাসাপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতির খবর শুনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পলানীস্বামী হাসপাতালে গিয়ে দোরাইক্কান্নুর খোঁজ নেন।

হাসপাতাল সূত্রের খবর, করোনার প্রাথমিক উপসর্গ থেকে মুক্ত হলেও মন্ত্রীর নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। রবিবার হাসপাতালের ডিরেক্টের অরবিন্দন সেলভারাজ বলেন, ‘‘দোরাইকান্নুর ফুসফুসের ৯০ শতাংশ সংক্রমণের শিকার হয়েছিল। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে কোভিড-১৯ সংক্রমণের প্রভাব পড়েছিল। রক্ত সংবহনেও সমস্যা দেখা দেয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার রাত ১১টা ১৫-য় তিনি মারা যান।’’

Advertisement

আরও পড়ুন: মানবদেহে তৃতীয় দফায় কোভ্যাক্সিন টিকা পরীক্ষার প্রস্তুতি এমস-এ

তাঞ্জাভুর জেলার পাপনাশম কেন্দ্রের তিন বারের এডিএমকে বিধায়ক দোরাইক্কান্নুকে প্রথম ২০১৬ সালে রাজ্য মন্ত্রিসভায় এনেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা। দিয়েছিলেন কৃষি দফতরের দায়িত্ব। পরবর্তী মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম এবং পলানীস্বামীর জমানাতেও ওই পদে ছিলেন তিনি।

আরও পড়ুন: আরও বাড়ল সুস্থতার হার, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ লক্ষের কাছাকাছি

দোরাইক্কান্নুর মৃত্যুতে এ দিন শোক প্রকাশ করেন তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। ঘটনাচক্রে, সম্প্রতি তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, গত জুন মাসে কোভিড-১৯ আক্রান্ত ডিএমকে-এর বিধায়ক জে আনবাঝাগনের মৃত্যু হয়েছিল চেন্নাইয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement