COVID-19

Covid Update India: ৩৪ দিন পর আবার এক শতাংশের উপরে দৈনিক করোনা আক্রান্তের হার, উদ্বেগ বাড়াচ্ছে কেরল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১০:০৩
Share:

দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৮২। ফাইল চিত্র ।

টানা ৩৪ দিন পর দেশে ফের দৈনিক করোনা সংক্রমণের হার এক শতাংশের উপরে উঠল। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যাও ফের কিছুটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে চার হাজার ৫১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ২৭০ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ৮১ হাজার ৩৩৫। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৮২।

Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জন।

উদ্বেগ বাড়িয়ে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। কেরলে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৪ জন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement