India

COVID Update: দু’ বছরে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ, দেশে এক দিনে আক্রান্ত ১,৭৬১, মৃত্যু ১২৭ জনের  

শনিবার দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১,৭৬১ জন। যা গত ৬৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১০:৪৬
Share:

দেশে আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। ফাইল চিত্র।

দেশে আরও কমল করোনা সংক্রমণ। শনিবার দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১,৭৬১ জন। যা গত ৬৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন। রবিবার এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন।

Advertisement

কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ, শনিবার দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১,৭৬১ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ২,০৭৫ জন। তবে আগের দিনের চেয়ে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়েছে। শুক্রবার করোনায় মারা যান ৭১ জন। শনিবার মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ পর্যন্ত দেশে মোট করোনার বলি হয়েছেন ৫,১৬,৪৭৯ জন। ভারতে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা থেকে সুস্থতার হার এসে দাঁড়িয়েছে ৯৮.৭৪ শতাংশ। দৈনিক সংক্রমণ হার ০.৪১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণ হার ০.৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,৩১,৯৭৩টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত ভারতে ৭৮ কোটি ২৬ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে। পাশাপাশি, ১৮১ কোটি ২১ লক্ষ কোভিড টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement