police

Cop: স্টেশনে ফেলে বৃদ্ধকে মার, মুখে লাথি পুলিশ কর্মীর, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড

এক প্রবীণকে স্টেশনে ফেলে মারধর করছেন। মুখে লাথি মারছেন পুলিশ কর্মী। ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড করা হল তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ২২:৩১
Share:

বৃদ্ধকে মারধর পুলিশকর্মীর। — ছবি টুইটারের ভিডিয়ো থেকে।

স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে এক প্রবীণকে মারধর করছেন পুলিশ কর্মী। মুখে লাথি মারছেন। মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনের সেই ভিডিয়ো এখন ভাইরাল। রেওয়া জেলার ওই পুলিশ কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মত্ত অবস্থায় সহযাত্রী এবং পুলিশ কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন ওই প্রবীণ। ৩০ সেকেন্ডের ভিডিয়োটি দেখা গিয়েছে, বৃদ্ধের মুখে লাথি মারছেন অনন্ত মিশ্র নামে ওই পুলিশ কর্মী।

এর পর বৃদ্ধের পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যান তিনি। এর পর তাঁকে রেল লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করেন অনন্ত। উল্টো দিকে ট্রেনের মধ্যে বসেছিলেন এক যাত্রী। তিনি মোবাইলে গোটা ঘটনা তুলে রাখেন।

Advertisement

অ্যাসিসট্যান্ট পুলিশ সুপার প্রতিমা পটেল জানিয়েছেন, অনন্ত রেওয়ার এক থানায় কর্মরত। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement