Narendra Modi

Narendra Modi: মোদীর জন্মদিনের ভিডিয়ো ঘিরে বিতর্ক

যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে ব্যবহার করা হয়েছিল কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৬
Share:

ফাইল চিত্র

ফের ‘চিত্রচোর’ বিজেপি! তা-ও খোদ নরেন্দ্র মোদীর স্তুতি ভিডিয়োয়!
যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের ‘উন্নয়ন’ দেখাতে গিয়ে ব্যবহার করা হয়েছিল কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। তা নিয়ে রাজনৈতিক তরজা মিটতে না মিটতেই সামনে এল নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির প্রকাশিত ভিডিয়োয় ভারতের ‘উন্নয়ন’-এর ছবিতে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের এক টুকরো! এ নিয়ে অভিযোগ মেলার পরেই তথ্য যাচাইকারী কয়েকটি মাধ্যম সেই ছবি চিহ্নিত করে দেখিয়ে দেয়, মোদী জমানার ‘সাফল্য’ এবং ‘উন্নয়ন’ দেখাতে বিজেপি আমেরিকার শহরের ছবিই ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন। তার কয়েক দিন আগে থেকেই দিনটি নিয়ে বিশেষ প্রচারে নেমে পড়ে বিজেপি। পুজোপাঠ, যজ্ঞ এ সবের পাশাপাশি ছিল বিভিন্ন মাধ্যমে ঝাঁ চকচকে প্রচারের ব্যবস্থাও। সেই উপলক্ষে একটি ভিডিয়োও প্রকাশ করে বিজেপি। নিজেদের টুইটার হ্যান্ডলে প্রকাশিত ওই ভিডিয়োয় তুলে ধরা হয়েছে মোদীর নানা ‘সাফল্য’। সেখানে মোদীকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’ বলে অভিহিতও করা হয়েছে। দেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আনার পাশাপাশি দেশের অর্থনীতিকে তিনি চাঙ্গা করেছেন বলেও দাবিও করা হয়েছে বিজেপির ওই ভিডিয়োয়। আর সেখানেই একটি অংশে দেশের ঝাঁ চকচকে উন্নয়ন দেখাতে গিয়ে লস অ্যাঞ্জেলেসের ছবি জুড়ে দেওয়া হয়েছে! ভিডিয়োর ২ মিনিট ২২ সেকেন্ডের পরে দেখানো একটি অংশে ওই ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি করে তথ্য যাচাইকারী মাধ্যমগুলির দাবি, ছবিটি আসলে আমেরিকার ফটো এজেন্সি ‘অ্যালামি’র। বিজেপির বিরুদ্ধে ভুয়ো, মিথ্যে প্রচারের অভিযোগ নতুন নয়। এ কাজে দলের আইটি সেল এবং তার প্রধান তথা অমিত শাহের ঘনিষ্ঠ নেতা অমিত মালব্যর ভূমিকা নিয়ে বহু বছর ধরেই সরব নানা মহল। কখনও বিদেশের গোলমালের ছবিকে এ দেশের কোনও রাজ্যের দাঙ্গা বলে দাগিয়ে দেওয়া তো কখনও পুরনো ঘটনাকে এখনকার বলে তুলে ধরে উস্কানির অভিযোগও উঠেছে বারবার।

সেই সূত্রে ছবি ‘চুরি’র অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়। কিন্তু এ বারে দলের শীর্ষ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে প্রচার করতে গিয়ে সুদূর আমেরিকার শহরের ছবি ব্যবহার করায় গোটা বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। বিজেপির তরফে অবশ্য এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement