Mani Shankar Aiyar

সিএএ নিয়ে তোপ, শাহিনবাগে মণিশঙ্করের মন্তব্য নিয়ে বিতর্ক

মঙ্গলবার সন্ধ্যায় শাহিনবাগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান আইয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৩
Share:

মণিশঙ্কর আইয়ার। —ফাইল চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনের পাশে দাঁড়াতে গিয়ে ফের একবার বিতর্কে জড়িয়ে পড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। এ বার ‘খুনি’ মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

Advertisement

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং সিএএ-র বিরুদ্ধে গত এক মাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ করছেন অসংখ্য মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে দেখা করতে যান মণিশঙ্কর আইয়ার। সেখানে তিনি বলেন, ‘‘সবরকম বলিদান দিতে প্রস্তুত আমি। দেখি কার হাত শক্ত, আমাদের নাকি ওই খুনিদের।’’

আসল সমস্যা থেকে নজর ঘোরাতে সরকার এনআরসি এবং সিএএ-কে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন প্রাক্তন এই কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘‘সবকা সাথ, সবকা বিকাশের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। এই মুহূর্তে তাদের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে সবকা সাথ, সবকা বিনাশ। অর্থনৈতিক সঙ্কট-সহ আসল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতেই এনআরসি এবং সিএএ-কে ব্যবহার করছে সরকার। কিন্তু আর যে মানুষকে বোকা বানানো যাবে না, তা শাহিনবাগের সাহসী মহিলারা দেখিয়ে দিয়েছেন।’’

Advertisement

তাঁর এই মন্তব্য নিয়েই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ‘খুনি’ বলে তিনি আসলে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারকেই আক্রমণ করেছেন বলে অভিযোগ শাসক দলের নেতাদের। মণিশঙ্কর নিজে যদিও এ নিয়ে কোনও কথা বলেননি। তবে এর আগেও বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও একাধিক বার বিপাকে পড়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটু কথা বলার জন্য দলের সদস্যপদও গিয়েছিল তাঁর। পরে যদিও রাহুল গাঁধী তাঁকে দলে ফিরিয়ে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement