ইসলামি নেতাকে চাপ কেন্দ্রের

ইসলামি নেতা জাকির নাইকের বিরুদ্ধে দ্বিমুখী অভিযানে নামল কেন্দ্র। এক দিকে তাঁর চ্যানেলে প্রচারিত ভিডিও জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০৩:৪১
Share:

জাকির নাইক

ইসলামি নেতা জাকির নাইকের বিরুদ্ধে দ্বিমুখী অভিযানে নামল কেন্দ্র। এক দিকে তাঁর চ্যানেলে প্রচারিত ভিডিও জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। অন্য দিকে সরকারি অনুমতি ছাড়া ওই টিভি চ্যানেলের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Advertisement

ঢাকার গুলশনে হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে দু’জন জাকির নাইকের ভাবধারায় উদ্বুদ্ধ বলে দিল্লিকে জানায় ঢাকা। অন্য কিছু দেশেও জঙ্গিরা নিজেদের জাকির ভক্ত বলে জাহির করেছে বলে জানতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার। তার পরেই এই ইসলামি নেতা তথা প্রচারককে নিয়ে নড়েচড়ে বসেছে তারা। সূত্রের খবর, পিস চ্যানেলের সম্প্রচার বন্ধ করা ছাড়াও প্রয়োজনে ওই চ্যানেলের সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করার কথা ভাবছে কেন্দ্র। ইউটিউবকে জাকির সংক্রান্ত সব ভিডিও সরিয়ে দিতে বলেছে কেন্দ্র।

জাকির নাইকের পিস টিভি দেশের বিভিন্ন প্রান্তে কেব্‌ল নেটওয়ার্কের মাধ্যমে দেখানো হয়। গোয়েন্দারা জানতে পেরেছেন, এমন অন্তত ৩০টি বিতর্কিত চ্যানেল ভারতে সক্রিয়। তার মধ্যে ডজন খানেক পাকিস্তানের। গোয়েন্দাদের ধারণা, ভারত-বিরোধী প্রচার চালানোই ওই চ্যানেলগুলির কাজ। এ দিন বিষয়টি নিয়ে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। দেশের প্রতিটি জেলায় কোন কোন বিতর্কিত চ্যানেল চালু রয়েছে তা জানতে জেলা নজরদারি কমিটিকে নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement