রাহুল গাঁধী। ফাইল চিত্র।
সোমবার দুপুর থেকেই দিল্লির আকবর রোড চলে গিয়েছে কংগ্রেস কর্মীদের দখলে। রাহুল গাঁধীকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে পোস্টার লেগেছে রাস্তায়। রাত পোহালেই জন্মদিন কংগ্রেস সভাপতির। সভাপতি হওয়ার পরে প্রথম জন্মদিনটি তিনি কাটাবেন দলের নেতা-কর্মীদের সঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তে যজ্ঞও শুরু হয়েছে। যুব কংগ্রেস মঙ্গলবার ম্যারাথনেরও আয়োজন করছে। বেকারি, মহিলাদের নিরাপত্তার দাবিতে সরব হবে দলের অন্য মোর্চা। কর্মীরা করবেন শ্রমদান। বিজেপির কটাক্ষ, এত দিন জন্মদিন বিদেশেই কাটাতেন রাহুল। এ বারে বুঝছেন, দেশে থাকা দরকার। আর সে কাজ করতে গিয়ে কংগ্রেসও পরিবার-পূজায় নামল।
এ দিকে, রাহুল গাঁধীর জন্মদিনেই দিল্লিতে ইদ মিলনের আয়োজন করল আরএসএসের সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’। ফি-বছরই তাঁরা এই আয়োজন করে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানায়। যে ভাবে রাহুলের ইফতারের দিনে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি পাল্টা ইফতার দিয়েছিলেন, এ বারেও কংগ্রেস সভাপতির জন্মদিন থেকে নজর ঘোরাতে সঙ্ঘের ইদ মিলন হচ্ছে। সেখানে থাকবেন রাজনাথ সিংহ, নাজমা হেফতুল্লারা।