উত্তরাখণ্ডে মোদী সরকারের অগ্নিবীর প্রকল্পের বিরুদ্ধে প্রচারে জোর দেবে কংগ্রেস। —ফাইল চিত্র।
লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস এক একটি রাজ্যে এক এক রকম রণকৌশল নিতে চাইছে। জাতীয় স্তরের বিষয়ের পাশাপাশি কোনও রাজ্যে মোদী সরকারের নির্দিষ্ট একটি নীতি নিয়ে ক্ষোভ থাকলে কংগ্রেস তা নিয়েই প্রচারে নামবে।
বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও রাহুল গান্ধী উত্তরাখণ্ডের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, এই পার্বত্য রাজ্যে মোদী সরকারের অগ্নিবীর প্রকল্পের বিরুদ্ধে প্রচারে জোর দেওয়া হবে।
কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, উত্তরাখণ্ডের প্রতিটি গ্রামের ছেলেরা সেনাবাহিনীতে চাকরি করেন বা চাকরির জন্য প্রস্তুতি নেন। কিন্তু মোদী সরকার অগ্নিবীর প্রকল্পের নামে সেনায় মাত্র কিছু বছরের জন্য নিয়োগ করার ব্যবস্থা চালু করেছে। এর বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগাতে গোটা উত্তরাখণ্ড জুড়ে দু’মাসের পদযাত্রা করবে কংগ্রেস। রাহুল গান্ধী নিজে দশ দিন পদযাত্রায় থাকবেন। প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও পদযাত্রায় যোগ দেবেন। বৈঠকে রাহুল গান্ধী বলেন, অগ্নিবীর প্রকল্পে উত্তরাখণ্ডের তরুণদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে।
চলতি বছরে বিধানসভা ভোটমুখী পাঁচটি রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস হাইকমান্ড সম্প্রতি লোকসভা নির্বাচন নিয়ে মহারাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। উত্তরাখণ্ডের পরে এ বার শনিবার অসম বাদে উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলির নেতাদের বৈঠক ডাকা হয়েছে।