রাহুল গাঁধী। —ফাইল চিত্র।
বিড়ম্বনায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী।
ভোট প্রচারে বর্তমানে গুজরাতে রয়েছেন কংগ্রেস সহ-সভাপতি। বৃহস্পতিবার রাজ্যের ছোটা উদয়পুর জেলায় নির্বাচনের প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফেরার সময়ে গ্রামের একটি শৌচালয়ে যান রাহুল। তখন অনুগামীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। অন্যমনস্ক থাকায় কথা বলতে বলতে পুরুষ শৌচালয়ে না গিয়ে মহিলাদের শৌচালয়ে ঢুকে পড়েন রাহুল। যদিও কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝে সেখান থেকে বেরিয়েও আসেন।
কিন্তু, ততক্ষণে যা হওয়ায় তা হয়ে গিয়েছে। রাহুলের এহেন কীর্তির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন কেউ কেউ। আর যা মুহূর্তে ভাইরালও হয়ে যায়।
আরও পড়ুন: হিমাচলে ভোট ৯ নভেম্বর, জানিয়ে দিল নির্বাচন কমিশন
রাহুল যে শৌচালয়ে যান, সেখানে শুধুমাত্র গুজরাতি ভাষায় লেখা ছিল, ‘মহিলাও মাতে শৌচালয়’, অর্থাত্ ‘মহিলাদের জন্য শৌচালয়’। মনে করা হচ্ছে, গুজরাতি ভাষায় লেখাটি থাকায় তা বুঝতে পারেননি তিনি। আর সে জন্যই এমন ‘ভুল’ করে ফেলেন তিনি।