Congress Leader in Controversy

‘রোহিত শর্মা মোটা’, মন্তব্যে বিপাকে নেত্রী

বিজেপি এর বিরুদ্ধে সরব হওয়ার পরে কংগ্রেসের নির্দেশে শামা টুইট মুছে দেন। তাঁর দাবি, তিনি ব্যক্তিগত আক্রমণ করেননি। এর সঙ্গে রাজনীতিরও সম্পর্ক নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ০৯:১৫
Share:
কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ।

কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। —ছবি : সংগৃহীত

রোহিত শর্মাকে ‘মোটা’ বলে ঘরে-বাইরে তোপের মুখে পড়লেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। শামা টুইট করেছিলেন, ‘রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে বেশ মোটা। তাঁর ওজন কমানো উচিত।’ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সব থেকে ‘আনইমপ্রেসিভ’ বলেও রোহিতকে বর্ণনা করেছিলেন। বিজেপি এর বিরুদ্ধে সরব হওয়ার পরে কংগ্রেসের নির্দেশে শামা টুইট মুছে দেন। তাঁর দাবি, তিনি ব্যক্তিগত আক্রমণ করেননি। এর সঙ্গে রাজনীতিরও সম্পর্ক নেই। কিন্তু কংগ্রেস তাঁর সঙ্গে একমত নয় বলে জানিয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া এই মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। নিন্দার সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার, আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ হরভজন সিংহ। তবে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতে, কংগ্রেস নেত্রী ঠিকই বলেছেন। রোহিত শর্মা যে ভাবে খেলছেন, তাতে তাঁর দলেই জায়গা পাওয়া উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement