Rahul Gandhi

মিথ্যার কৌশল আর সস্তার রাজনীতি, পাল্টা কংগ্রেসের

পাল্টা বিবৃতি দিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার প্রশ্নে সস্তা রাজনীতি করছে বিজেপি। কংগ্রেসের বক্তব্য, মিথ্যাচার করে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দেশের মানুষকে উস্কানি দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ০৬:৪৩
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর গত কাল বিজেপির পক্ষে অভিযোগ তোলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিংসাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ তার পাল্টা বিবৃতি দিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার প্রশ্নে সস্তা রাজনীতি করছে বিজেপি। কংগ্রেসের বক্তব্য, মিথ্যাচার করে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দেশের মানুষকে উস্কানি দিচ্ছে।

Advertisement

আজ নিজের সমাজমাধ্যমের হ্যান্ডলে কংগ্রেস নেতা পবন খেরা লিখেছেন, "নেতাদের নিরাপত্তার বিষয় নিয়ে সস্তা রাজনীতি করা উচিত নয়। কংগ্রেস দল দক্ষিণপন্থী সন্ত্রাসবাদের হাতে মহাত্মা গান্ধীকে হারিয়েছে। সন্ত্রাসবাদীদের হাতে আমরা আমাদের দুই প্রধানমন্ত্রীকে হারিয়েছি। বিজেপি সরকারের নজরদারিতে অতিবাম সন্ত্রাসবাদীদের কাছে ছত্তীসগঢ়ে আমাদের গোটা নেতৃত্বকে হারিয়েছি আমরা।” তাঁর অভিযোগ, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং গোটা নেহরু গান্ধী পরিবারের বিরুদ্ধে মিথ্যা রটনা করে, ঘৃণা ছড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে জনতাকে উস্কানি দিচ্ছে বিজেপি। কংগ্রেস নেতাদের উপর থেকে এসপিজি নিরাপত্তাও রহস্যজনক ভাবে উঠিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন খেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement