কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।
জাতীয় স্তরে নয়। রাজস্থান কংগ্রেসেই কোনও গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব চাইছেন মরুরাজ্যের বিক্ষুব্ধ নেতা সচিন পাইলট। ভোটমুখী রাজস্থানে অশোক গহলৌত বনাম সচিন পাইলট দ্বন্দ্ব মেটাতে কংগ্রেসের একাংশের প্রস্তাব ছিল, চলতি বছরের শেষে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদ থেকে গহলৌতকে সরানো সম্ভব নয়। সে ক্ষেত্রে পাইলটকে এআইসিসি-তে কোনও বড় দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু সূত্রের খবর, পাইলট নিজের রাজ্যেই কাজ করতে আগ্রহী।মহারাষ্ট্রে অজিত পওয়ার, প্রফুল্ল পটেলের নেতৃত্বে এনসিপি নেতারা বিজেপির সঙ্গে হাত মেলানোয় কংগ্রেস হাইকমান্ডের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কংগ্রেসের কোনও নেতা এখন বিজেপিতে যোগ দিলে ভুল বার্তা যাবে। তাই ভোটমুখী রাজস্থানের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে চলতি সপ্তাহেই বৈঠকে বসতে চাইছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার খড়্গের সঙ্গে রাজস্থানের নেতাদের বৈঠক হতে পারে।চলতি বছরে রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, তেলঙ্গানার সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যে মিজোরামেও বিধানসভা ভোট। মিজোরামের প্রস্তুতি নিয়ে আজ খড়্গে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাহুল গান্ধীও বৈঠকে যোগ দেন। ২০২৪-এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে কংগ্রেস দলিত, জনজাতি নেতৃত্ব তৈরি করতে চাইছে। তা নিয়ে বুধবার থেকে ‘নেতৃত্ব নির্মাণ মিশন’ কর্মসূচি শুরু হবে। কংগ্রেস সূত্রের খবর, ১৮ রাজ্যের তফসিলি জাতি, জনজাতির ১৮০ জন নেতা বৈঠকে যোগ দেবেন। তেলঙ্গানা ও হিন্দি বলয় মিলিয়ে চারটি বিধানসভা ভোটমুখী রাজ্যের ২০০টি তফসিলি জাতি, জনজাতি সংরক্ষিত আসনের সমন্বয়কারীরা ওই বৈঠকে যোগ দেবেন।