কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া। বুধবার, দিল্লিতে। ছবি: এএফপি
আসন্ন লোকসভা ভোটে কর্নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডিএসের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেল কংগ্রেসের। ১২টি আসন চেয়ে জেডিএস পেল ৯টি। আর কংগ্রেস নিজের হাতে রাখল ১৯টি আসন।
তবে জেডিএস আরও একটি আসন পেতে পারে বলে রাজনৈতিক মহলের খবর। যদিও কে কোন আসনে প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দু’দলের প্রদেশ নেতৃত্বের হাতে।
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে বসে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে বুধবার দিল্লি পৌঁছন দেবেগৌড়া। বৈঠকের পর জেডিএস নেতা দেবেগৌড়া বলেন, ‘‘আমাদের লক্ষ্যটা এমন ছিল না যে কে ক’টা আসন বাগিয়ে নেব। আমাদের লক্ষ্যটা একটাই, যে য’টা আসনেই লড়ি না কেন, তাতে যেন জিতি। তার ফলে, আমাদের জোটের আসন যতটা বাড়ে, ততই মঙ্গল। তার জন্য আমার দলকে একটা কি দু’টো আসন ছাড়তে হতে পারে। আমরা ছাড়তে রাজি আছি।’’
আরও পড়ুন- কংগ্রেসের নির্বাচন কমিটিতে আরও ৬
আরও পড়ুন- আসন-জট খুলতে মাঠে রাহুল, আসতে চান বাংলাতেও
কোন আসনে কে প্রার্থী দেবে?
দেবেগৌড়ার জবাব, ‘‘সেটা আমার দলের সাধারণ সম্পাদক দানিশ আলি আর কংগ্রেসের সাধারণ সম্পাদক জি এস বেণুগোপাল নিজেরে মধ্যে আলোচনায় বসে ঠিক করে নেবেন। শীঘ্রই।’’