পরে অবশ্য টুইটারে রাহুলের ফলোয়ারের সংখ্যা বেড়ে যায়। তার পরেই কংগ্রেস আজ টুইট করে বলেছে, রাহুলের ফলোয়ারের সংখ্যা আটকাতে টুইটারের উপর বাইরে থেকে প্রভাব ফেলা হয়েছিল। সংখ্যা বাড়ার মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে গেল।
ফাইল চিত্র।
টুইটারে রাহুল গান্ধীর ফলোয়ারের সংখ্যা নিয়ন্ত্রণে ‘বাইরের হাত ছিল’ বলে অভিযোগ করল কংগ্রেস। কয়েক মাস আগে টুইটারকে নিশানা করে রাহুল অভিযোগ করেছিলেন, তাঁর ফলোয়ার নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এ বার ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর কংগ্রেসের অভিযোগ, অতীতে রাহুলের টুইটার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের পিছনে বাইরের প্রভাব ছিল।
কয়েক মাস আগে এই বিষয় নিয়ে হইচই হয়েছিল। সেই সময়ে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টার অভিযোগ এনে নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলেছিল কংগ্রেস। টুইটারে রাহুলের ফলোয়ারের সংখ্যা এখন ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। গত ডিসেম্বর মাসে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে লেখা চিঠিতে রাহুল অভিযোগ করেছিলেন, ২০২১-এর অগস্ট থেকেই তাঁর ফলোয়ার নিয়ন্ত্রিত হচ্ছে। সাময়িক ভাবে তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। রাহুল জানিয়েছিলেন, প্রতিমাসে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার করে বাড়ছিল। কোনও মাসে সংখ্যাটা সাড়ে ছয় লক্ষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু বেশ কয়েক মাস যাবৎ ফলোয়ারের সংখ্যা বাড়ছেই না। ১ কোটি ৯৬ লক্ষতেই আটকে রয়েছে।
পরে অবশ্য টুইটারে রাহুলের ফলোয়ারের সংখ্যা বেড়ে যায়। তার পরেই কংগ্রেস আজ টুইট করে বলেছে, রাহুলের ফলোয়ারের সংখ্যা আটকাতে টুইটারের উপর বাইরে থেকে প্রভাব ফেলা হয়েছিল। সংখ্যা বাড়ার মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে গেল।