Rahul Gandhi

এ বার কংগ্রেস ও আপের বিরোধ তীব্র

রবিবারই আটটি দলের শীর্ষ নেতানেত্রীরা সিসৌদিয়ার গ্রেফতারির উদাহরণ দিয়ে সিবিআই-ইডিকে অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৮:৩৫
Share:

আক্রমণ রাহুল গান্ধীকে। — ফাইল চিত্র।

বিরোধী শিবিরে ফাটল আরও চওড়া করে তৃণমূলের পরে এ বার আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের সংঘাত শুরু হল। মণীশ সিসৌদিয়ার গ্রেফতারির বিরুদ্ধে কংগ্রেস তাদের পাশে না দাঁড়ানোয় আজ আপ বিরোধী শিবিরের নেতা হিসেবে রাহুল গান্ধীর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল। আপ-এর প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ রাহুলকে নিশানা করে বলেছেন, ‘‘ভারত জোড়ো যাত্রার ফল কী হয়েছে, তা উত্তর-পূর্বের তিন রাজ্যের ভোটে দেখা গিয়েছে। আশিটি আসনে লড়ে কংগ্রেস আটটি আসন জিতেছে। মোদী তাই রাহুল গান্ধীকে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিচ্ছেন। বিজেপিই কংগ্রেসকে অক্সিজেন জোগাচ্ছে।’’ এর আগে রাহুল তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘কংগ্রেস তো বিজেপির সঙ্গে লড়াইয়ে হেরেই চলেছে।’

Advertisement

রবিবারই আটটি দলের শীর্ষ নেতানেত্রীরা সিসৌদিয়ার গ্রেফতারির উদাহরণ দিয়ে সিবিআই-ইডিকে অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। কংগ্রেস তাতে সই করেনি। উল্টে কংগ্রেস আজ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈনের গারদের পিছনে ছবি-সহ পোস্টার ছড়িয়ে আপ-কে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে নিশানা করেছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতের যুক্তি, “আমরা অবশ্যই সিবিআই-ইডির অপব্যবহারের বিরুদ্ধে। কিন্তু এটাও ঠিক, দিল্লিতে মদ নীতিতে দুর্নীতি হয়েছে।’’ কংগ্রেসের অভিযোগ, সনিয়া গান্ধীকে ইডি-র জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে সব দল মুখ খুললেও আপ তখন মুখ বুজে ছিল। আপ-কে ঠিক করতে হবে, তারা বিজেপির বি-টিম হবে, না কি বিরোধী শিবিরে থাকবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement