ছবি: সংগৃহীত।
টেলিভিশনে কন্ডোমের যে বিজ্ঞাপন দেখানো হয় তার উপর আংশিক বিধিনিষেধ আরোপ করল কেন্দ্র। সরকারের দাবি, এ ধরনের বিজ্ঞাপন শিশুদের জন্য অনুপযুক্ত ও অশালীন। তাই টেলিভিশন চ্যানেলগুলিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পরামর্শ, রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যেই কন্ডোমের বিজ্ঞাপন দেখাতে হবে। তার আগে বা পরে নয়।
সোমবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কন্ডোমের বিজ্ঞাপন প্রাপ্তবয়স্ক দর্শকের জন্যই প্রযোজ্য। এবং শিশুদের জন্য তা শালীনতার মাত্রা ছাড়াতে পারে। ফলে প্রাইম টাইমের পরিবর্তে তা দেখানো হোক গভীর রাতে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দর্শকদের একাংশের অভিযোগ, টেলিভিশনে দেখানো কন্ডোমের বিজ্ঞাপনগুলি অশালীন। বিশেষ করে শিশুদের পক্ষে তা অত্যন্ত কুরুচিপূর্ণ। গত মাসেই এ নিয়ে সরকারের কাছে আবেদন করেছিল অ্যাডভার্টাজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই)। সংস্থার তরফে জানানো হয়েছে, কন্ডোমের বিজ্ঞাপন বন্ধের জন্য বিভিন্ন মহল থেকেই তাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিজ্ঞাপনী প্রচারে কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলি অতিরিক্ত ‘অ্যাডাল্ট কনটেন্ট’ ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছিল। ফলে তা ‘প্রাইম টাইম’-এ না দেখানোর জন্য আবেদন করা হয়। রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে কন্ডোমের বিজ্ঞাপন দেখানোর সময়সীমা বেঁধে দেওয়ার জন্য আর্জি জানায় এএসসিআই।
আরও পড়ুন
ক্ষমা চেয়ে নিন মোদী, ক্ষিপ্ত মনমোহন
১৯৯৪-এর কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক নিয়মের আওতাধীন একটি ধারা উল্লেখ করে এ ধরনের বিজ্ঞাপন নিয়মিত দেখানো বন্ধ করারও কথা বলেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওই কর্তা আরও জানান, সরকারের তরফে এটি পরামর্শ হলেও তা অমান্য করলে টেলিভিশন চ্যানেলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।