অসমে চা সমাবেশ

সাত বছরের ব্যবধানে ফের বসল উত্তর-পূর্ব চা কনক্লেভ ও চা মেলা ২০১৬। শুক্রবার শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি কনক্লেভের উদ্বোধন করেন। তিনি জানান, রাজ্যে নথিভুক্ত চা উৎপাদকের সংখ্যা ৭৯ হাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০২:৫৭
Share:

সাত বছরের ব্যবধানে ফের বসল উত্তর-পূর্ব চা কনক্লেভ ও চা মেলা ২০১৬। শুক্রবার শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি কনক্লেভের উদ্বোধন করেন। তিনি জানান, রাজ্যে নথিভুক্ত চা উৎপাদকের সংখ্যা ৭৯ হাজার। অনথিভুক্ত উৎপাদক মিলিয়ে সংখ্যাটি লক্ষাধিক। চা ব্যবসার উন্নতিতে গুয়াহাটিতে বিমান যোগাযোগ বাড়ানোর উপরে জোর দেন তিনি। উত্তর-পূর্ব চা কনক্লেভের আহ্বায়ক ও টি বোর্ডের সহ-সভাপতি বিদ্যানন্দ বরকাকতি জানান, এত গুরুত্বপূর্ণ সমাবেশ ৯ বছর পর হওয়া দুর্ভাগ্যের কথা। অসমে দেশের মধ্যে ৫০ শতাংশের বেশি চা উৎপাদিত হয়। তাই এখানে এক বছর অন্তর চা সমাবেশ করার সুপারিশ করেন তিনি।

Advertisement

ভারতে চা ব্যবসায় সমস্যাগুলি নিয়ে কনক্লেভে আলোচনা হয়। সেখানে উঠে আসে চা সঞ্চয় করাই সব চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে চায়ের উন্নত মান বজায় রাখা, শ্রমিকদের সঠিক বেতন দেওয়া, বিশ্ব উষ্ণায়ন, অন্য পানীয়ের সঙ্গে প্রতিযোগিতা নিয়েও বিশদে আলোচনা হয়। জোর দেয় হয় চা বিপননের আগ্রাসী বিপণন ও চা-রেস্তোঁরা তৈরির উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement