News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

চাঁদে কেমন কাজ করছে ‘প্রজ্ঞান’? যাদবপুরকাণ্ডে ধৃত ছাত্রদের হাজিরা আদালতে। বিশ্ব চ্যাম্পিয়ন হবেন প্রজ্ঞানন্দ? বিধানসভার অধিবেশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ০৭:০০
Share:

চন্দ্রযানের চাঁদে পা দেওয়র মুহূর্ত। ছবি: পিটিআই।

চাঁদে কেমন কাজ করছে ‘প্রজ্ঞান’?

Advertisement

চাঁদের মাটিতে নেমে পড়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। পেট থেকে বেরিয়ে আসার কথা রোভার ‘প্রজ্ঞান’-এর। আগামী ১৪ দিন সেটি চাঁদের বুকে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

চাঁদের মাটিতে নেমে পড়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। পেট থেকে বেরিয়ে আসার কথা রোভার ‘প্রজ্ঞান’-এর। আগামী ১৪ দিন সেটি চাঁদের বুকে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

Advertisement

যাদবপুরকাণ্ড

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার ১৩ দিনের মাথায় সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া শুরু হল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাঁধুনিকে ডেকে পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার পুলিশ তলব করল হস্টেল-ক্যান্টিনের পাঁচ কর্মচারীকে। যাদবপুর থানায় তাঁদের ডাকা হয়েছিল। ডাকা হয়েছিল তৃতীয় বর্ষের তিন পড়ুয়া-সহ আরও ন’জনকে। এর মধ্যেই বুধবার রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে জানা যায় হস্টেলে র‌্যাগিংয়ের প্রমাণ পেয়েছে তাদের তদন্তকারী দল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জানা যায় জাতীয় মানবাধিকার কমিশনও রিপোর্ট চেয়েছে। আজ এই সব ক’টি পরিস্থিতির দিকেই নজর থাকবে। পাশাপাশি, পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া প্রাক্তনী জয়দীপ ঘোষকে আজ আদালতে হাজির করানো হবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিশ্ব চ্যাম্পিয়ন হবেন প্রজ্ঞানন্দ?

দাবা বিশ্বকাপের ফাইনালে বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচও ড্র হল। ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং নরওয়ের ম্যাগনাস কার্লসেনের মধ্যে খেলা গড়াল টাইব্রেকারে। আজ টাইব্রেকারের পরেই পাওয়া যাবে বিশ্বচ্যাম্পিয়ন। খেলা বিকেল সাড়ে ৪টে থেকে।

বিধানসভার অধিবেশন

আজ বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বের তৃতীয় দিন। বেলা ১১টা নাগাদ অধিবেশন শুরু হবে। প্রথমার্ধের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব। বেশ কয়েকটি বিষয় নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তার পর মুলতুবি প্রস্তাব পর্ব শুরু। অধিবেশনের দ্বিতীয়ার্ধে জমি বিলোপ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। এ ছাড়া আজ মধ্যাহ্নভোজের বিরতিতে বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকে বিধানসভা অধিবেশনের রূপরেখা তৈরি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement