News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

মণিপুরে হিংসা ও সে রাজ্যের পরিস্থিতি। হুগলিতে বিজেপির ‘তফসিলি সাংসদ দল’। এশিয়া এমার্জিং কাপ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ০৬:৪৩
Share:

প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। —ফাইল চিত্র।

মণিপুরে হিংসা ও সে রাজ্যের পরিস্থিতি

Advertisement

প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার দাবি উঠেছে। আজ, রবিবার নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

হুগলিতে বিজেপির ‘তফসিলি সাংসদ দল’

Advertisement

আজ রাজ্যে আসছে বিজেপির তফসিলি সাংসদ দল। তারা তারকেশ্বর ও আরামবাগ যাবে। নজর থাকবে এই খবরের দিকে।

এশিয়া এমার্জিং কাপ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান

আজ এশিয়া এমার্জিং কাপ ক্রিকেট ফাইনালে ভারত বনাম পাকিস্তানের খেলা রয়েছে। দুপুর ২টো নাগাদ এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অ্যাশেজ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের পঞ্চম দিন

আজ অ্যাশেজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। এটি চতুর্থ টেস্টের পঞ্চম দিন। বিকেল সাড়ে ৩টে থেকে এই খেলাটি শুরু হবে। আজ নজর থাকবে এই খেলার দিকে।

মহারাষ্ট্র, অসম এবং উত্তর ভারতের বর্ষণ পরিস্থিতি

প্রবল বর্ষণে জলমগ্ন মহারাষ্ট্র, অসম এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে অসমে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ। সেখানে ১৭টি জেলায় ৬৭ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র নদ-সহ বিভিন্ন নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্য দিকে, দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। গত দু'দিনে সেখানে দুর্যোগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির প্রচুর জায়গায় জল জমে যায়। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

যাত্রাপথে চন্দ্রযান-৩

গত ১৪ জুলাই সফল ভাবে হয়েছে উৎক্ষেপণ চন্দ্রযান-৩। সেটি পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে। মঙ্গলবার পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। আজ নজর থাকবে চন্দ্রযানের নানা খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement