—প্রতীকী চিত্র।
বিরোধীদের আইফোন ‘হ্যাক করার চেষ্টা’ ঘিরে বিতর্ক ও তদন্ত
কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ দেশের কয়েক জন বিরোধী নেতানেত্রীর আইফোনে ‘রাষ্ট্রের মদতে হ্যাকিং’য়ের সতর্ক বার্তা পাঠিয়েছে অ্যাপল! তা নিয়ে মঙ্গলবার দিনভর জাতীয় রাজনীতিতে তোলপাড় চলে। অ্যাপল কেন সেই বার্তা পাঠাল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার এই সংক্রান্ত বিতর্ক ও তদন্ত সংক্রান্ত খবরের দিকে নজরে থাকবে।
ইডি হেফাজতে থাকা বালুর স্বাস্থ্যপরীক্ষা
সোমবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে নিয়ে যাওয়া হয়েছিল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আজ ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। প্রসঙ্গত, আদালত নির্দেশ দিয়েছে, জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য সংক্রান্ত সব কিছু করবে কমান্ড হাসপাতাল। আজ সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জ়িল্যান্ড
বিশ্বকাপ ক্রিকেটে আজ জমজমাট লড়াই। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ড মুখোমুখি। পুণেতে খেলা শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
রেশন ও নিয়োগ মামলার তদন্ত
রেশন ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়েছে ইডি, সিবিআই। জায়গায় জায়গায় তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদও। কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে যাচ্ছে ‘সন্দেহভাজন’দের বাড়ি। কখনও দফতরে ডেকে পাঠানো হচ্ছে। আজ এই তদন্ত কোন পথে এগোয় সেই খবরে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিধায়কের দলবদলের পর কোতুলপুরে বিজেপির সভায় শুভেন্দু
আরও এক বিধায়ক ‘খুইয়েছে’ বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিবির বদলের পর একের পর এক কর্মসূচিতে বিজেপিকে তুলোধোনা করছেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। পাল্টা জবাব দিতে হরকালীর বিধানসভা কেন্দ্রকেই বেছে নিল গেরুয়া শিবির। আজ কোতুলপুরে বিজয়া সম্মেলনের আয়োজন করেছে তারা। বিজেপি সূত্রে খবর, সেই সম্মেলনে যোগ দিতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
আইএসএলে মোহনবাগান
আইএসএলে বুধবার চতুর্থ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জেতা মোহনবাগানের সামনে আজ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচ থেকে কি তিন পয়েন্ট তুলে নিতে পারবে জুয়ান ফেরান্দোর দল? খেলা শুরু রাত ৮টা থেকে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি
ইজ়রায়েলের বাহিনী গাজ়ায় ঢুকে হামাসের বিভিন্ন সুড়ঙ্গে হানা দিয়েছে। যুদ্ধের প্রথম থেকেই শোনা যাচ্ছিল এই সুড়ঙ্গের কথা। ইজ়রায়েলের সেনারা সেই সুড়ঙ্গ থেকে সে দেশের বেশ কিছু যুদ্ধবন্দিকেও উদ্ধার করেছেন বলে খবর। যুদ্ধবিরতির আবেদনে কর্ণপাত করেননি ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর মতে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি মানে তা আত্মসমর্পণের শামিল। গোটা বিশ্বের দৃষ্টি এই যুদ্ধের দিকে। আমাদেরও নজর থাকবে এর সাম্প্রতিক গতিপ্রকৃতির দিকে।