ট্রেনের ধাক্কায় কলেজপড়ুয়ার মৃত্যু। প্রতিনিধিত্বমূলক ছবি।
রেললাইনে পড়ে গিয়েছিল ব্লুটুথ ইয়ারফোন। সেটি খোঁজার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কলেজপড়ুয়ার। ইয়ারফোনের একটি কান থেকে খসে রেললাইনে পড়ে গিয়েছিল। রেললাইনের পাথরের খাঁজে সেটি ঢুকে গিয়েছিল। ছোট হওয়ায় ওই পাথরের খাঁজে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল কলেজপড়ুয়ার। ইয়ারফোন খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়ায় খেয়ালই করেননি যে ওই লাইনে ছুটে আসছে আসছে ট্রেন। সরে যাওয়ারও সুযোগ পাননি ট্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েন কয়েক হাত দূরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি চেন্নাইয়ের।
পুলিশ জানিয়েছে, মৃত ওই কলেজপড়ুয়ার নাম রাজাগোপাল। তিনি চেন্নাইয়ের নন্দনামের গভর্মেন্ট আর্টস কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হস্টেলে থেকে পড়াশোনা করতেন। শুক্রবার কলেজ থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি আংশিক সময়ের জন্য কাজ করতেন রাজাগোপাল। তিনি কেটারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতি দিনের মতো শুক্রবার কলেজ শেষে কাজে যাচ্ছিলেন। ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। কোদামবক্কম রেলস্টেশনে ট্রেন থামতেই তাঁর কান থেকে খুলে পাশের লাইনে পড়ে যায় ইয়ারফোন। ট্রেন থেকে নেমে ওই ইয়ারফোন খোঁজার সময় তাম্বারমের দিক থেকে আসা ট্রেন ধাক্কা মারে রাজাগোপালকে।