৩ অফিসার সহ নিখোঁজ হল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। সোমবার রাতের ঘটনা।
উপকূলরক্ষী বাহিনীর তরফে খবর, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই ডর্নিয়ার বিমানটি চেন্নাই থেকে আকাশে ওড়ে। বিমানে ছিলেন পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট বিদ্যা সাগর, কো-পাইলট ডেপুটি-কম্যান্ড্যান্ট সুভাষ এবং অবজার্ভার ডেপুটি-কম্যান্ড্যান্ট এন কে সোনি। উপকূলরক্ষী বাহিনীতে এই বিমানটিকে ২০১৪-তেই ব্যবহার করা শুরু হয়েছিল।
ওই দিন রাত ৯টা থেকে ৯টা ২৩ পর্যন্ত তিরুচিরাপল্লির কাছে শেষ বারের মতো র্যাডারে বিমানটিকে দেখা গিয়েছিল। তার পরে আর কোনও খোঁজ মেলেনি। উপকূলরক্ষী বাহিনীর কলকাতা আঞ্চলিক দফতরের মুখপাত্র অভিনন্দন মিত্র জানান, নিখোঁজ বিমানটির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর পাঁচটি জাহাজ, নৌসেনা বাহিনীর চারটি জাহাজ এবং বিমান নিয়ে নিখোঁজ ডর্নিয়ারটির খোঁজ চলছে বলে জানিয়েছেন তিনি।
এই নিয়ে এ বছরে উপকূলরক্ষী বাহিনীর দু’টি বিমান নিঁখোজ হল। এর আগেরটি গত মার্চ মাসে নিখোঁজ হয় গোয়ার কাছে।